টেলি-অভিনেত্রীর বাড়িতে ঢুকে উত্যক্ত, অভিযুক্তের ভক্তের হাজতবাস

Published : Nov 21, 2019, 03:51 PM ISTUpdated : Nov 21, 2019, 03:52 PM IST
টেলি-অভিনেত্রীর বাড়িতে ঢুকে উত্যক্ত, অভিযুক্তের ভক্তের হাজতবাস

সংক্ষিপ্ত

বাড়িতে অনধিকার প্রবেশ ভক্তের রীতিমত চড়াও হলেন সিকিউরিটি গার্ড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হল এক বছরের হাজতবাসে ভক্ত

ক্যামেরার ওপারে থাকা ব্যক্তিদের প্রতি টান কিংবা ভালোবাসা সকলেরই কমবেশি থাকে। কিন্তু যদি প্রসঙ্গ ওঠে ভক্তের, তবে সে কথা ভিন্ন। প্রিয় তারকার জন্য যেকোনও মাত্রা পর্যন্ত তাঁরা পৌচ্ছে যেতে পারে। একবার দেখা, কিংবা সেলফি, তাতেই সন্তুষ্ট। কিন্তু এটি জোগার করতে, কিংবা প্রিয় তারকার কাছে পৌঁছতে তাঁরা যেকোন পর্যায় পৌঁছতে গিয়ে ডেকে আনে বিপত্তি।

এবারও তেমনটাই ঘটল এক ভক্তরে সঙ্গে। টেলি অভিনেত্রী কেলিকে তাঁর পছন্দ প্রথম থেকেই। সেখান থেকেই শুরু হয় জল্পনা। হঠাই একদিন অভিনেত্রীর বাড়িতে গিয়ে হাজির হন ভক্ত। বাড়িতে এই অনধিকার প্রবেশ এবং অভিনেত্রীকে টানা একবছর ধরে উত্যক্ত করার অভিযোগে থানায় দায়ের করেন  কেলি। ঘটনার জেরে এক বছরের জেল হয় সেই ব্যক্তির।

 

 

যে সময় ভক্ত বাড়িতে ঢোকেন, তখন বাড়িতে উপস্থিত ছিলেন না অভিনেত্রী। সিকিউরিটিকে একপ্রকার দুরে ঠেলে দিয়েই বাড়ির দরজায় এসে শব্দ শুরু করেন তিনি। সিকিউরিটি গার্ড তাঁকে একটি চড়ও মারেন। পরে সম্পূর্ণ ঘটনাটি পুলিশের কাছে জানানো হয়। যদিও সেই ভক্ত বলেছিলেন যে, তাঁর এমন কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু প্রাথমিকভাবে তা গ্রাহ্য করা হয়নি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার