সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া নিয়ে সংসদে নায়িকা! শপথ নিলেন মিমি ও নুসরত

  • অবশেষে শপথ গ্রহণ করলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান
  • বিয়ের জন্য নুসরত নির্দিষ্ট দিনে শপথ নিতে পারেননি নুসরত জাহান
  •  সোমবার রাতেই তাই স্বামী নিখিল জৈনের সঙ্গে পাড়ি দেন দিল্ল
  • আজ মঙ্গলবার সকালে বসিরহাট কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ করলেন
swaralipi dasgupta | Published : Jun 25, 2019 6:44 AM IST / Updated: Jun 25 2019, 12:36 PM IST

অবশেষে শপথ গ্রহণ করলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। বিয়ের জন্য নুসরত নির্দিষ্ট দিনে শপথ নিতে পারেননি নুসরত জাহান। সোমবার রাতেই তাই স্বামী নিখিল জৈনের সঙ্গে পাড়ি দেন দিল্লি। আজ মঙ্গলবার সকালে বসিরহাট কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ করলেন। 

 

Latest Videos

 

বন্ধু নুসরতের বিয়েতে থাকবেন বলে মিমিও শপথ নিতে পারেননি নির্দিষ্ট দিনে। তাই আজ যাদবপুর কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থীও শপথ গ্রহণ করলেন। 

 

 

প্রসঙ্গত, বিয়ের  পরে প্রথম রাজনীতির ময়দানে পা রাখলেন নুসরত জাহান। একেবারে নতুন বউয়ের মতোই লাগছিল তাঁকে। একটি বেগুনি পাড়ের সাদা শাড়ি  পরেছিলেন তিনি। সঙ্গে ছিল হাত ভর্তি মেহেন্দি, চূড়া, ও মাথা ভরা সিঁদুর। মিমি চক্রবর্তী এইদিন হালকা বাদামী ও সাদায়ে একটি চুড়িদার কামিজ পরেছিলেন। 

 

 

বোদরুম থেকে ফিরেই বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে নুসরত বলেছিলেন, সন্দেশখালি শান্ত রয়েছে। দলের লোকজন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সব কিছু নিয়ন্ত্রণে রেখেছি। 

আগামী ২৮ জুন নুসরত বসিরহাট যাবেন বলে জানিয়েছেন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari