চতুর্থীতে সবুজ আর পঞ্চমীতে সাদা, সাবেকি সাজেই ধরা দিলেন মিমি চক্রবর্তী

Published : Oct 04, 2019, 11:06 AM IST
চতুর্থীতে সবুজ আর পঞ্চমীতে সাদা, সাবেকি সাজেই ধরা দিলেন মিমি চক্রবর্তী

সংক্ষিপ্ত

পুজোয় মাতলেন মিমি চক্রবর্তী নতুন সাজে ধরা দিলেন অভিনেত্রী সাবেকি পোশাকে চতুর্থী ও পঞ্চমী দেখেনিন মিমির পুজোর লুক

পুজোটা শুরু হয়েছিল মিমি চক্রবর্তীর একটু অনযস্বাদে। হাতে টলিউডের মুক্তি না থাকলেও, নিজের গানেই এবার সকলের মন জয় করেছেন এই নায়িকা। পুজোর কয়েকদিন আগেই সেই গানের রেকর্ডিং সেরে দেশে ফিরলেন সাংসদ। অভিনয়েরর পাশাপাশি এটাই এখন মিমি চক্রবর্তীর বড় পরিচয়। 

আর সেই কথা মাথায় রেখেই সকলের মঙ্গল কামনায় পুজো নিয়েই দেবীপক্ষের সূচনা করলেন মিমি চক্রবর্তী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তিনি। তবে দিনটা ছিল চতুর্থী। সেদিন থেকেই পুজোর আমেজে গা ভাসালেন তিনিও। 

 

 

সাংসদ, তাই এলাকার বেশ কয়েকটি জায়গাতেও তাঁকে থাকতে হয়েছে। তবে কোথাও খামতি রাখেননি তিনি পুজোর সাজ নিয়ে। চতুর্থীতে সকলের নজর কাড়তে বেছে নিলেন সবুজ। সবুজ চুরিদার ও সঙ্গে কাঁথা স্টিচের দোপাট্টা, কানে দুল। চতুর্থীর জন্য এটুকুই ছিল যথেষ্ঠ। 

 

 

তবে পঞ্চমীতে তিনি বেছে নিলেন সাদা রং। এদিন পোশাক ছিল আরও একটু জমকালো। সঙে কানের দুলটিও ছিল ভারী। প্রতিবছরের থেকে মিমি চক্রবর্তীর এবারের পূজো খানিকটা ভিন্ন। দায়িত্ব বেড়েছে, সঙ্গে নিজের নতুন পরিচয়, তিনি একজন গায়িকা। সব মিলিয়ে তাল রেখেই ব্যস্ততার মধ্যে পুজো উপভোগ করছেন মিমি চক্রবর্তী। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?