পরিচালকের কথা মানতে অস্বস্তি মৌনির, অক্ষয়কে কাছ থেকে দেখে কী হয়েছিল অভিনেত্রী

Published : Nov 21, 2019, 07:22 PM ISTUpdated : Nov 21, 2019, 07:25 PM IST
পরিচালকের কথা মানতে অস্বস্তি মৌনির, অক্ষয়কে কাছ থেকে দেখে কী হয়েছিল অভিনেত্রী

সংক্ষিপ্ত

গোল্ড ছবির সেটে প্রথম দেখা অক্ষয়ের সঙ্গে পরিচালকের কথা মানতে পারছিলেন না অভিনেত্রী অক্ষয়কে প্রথমবার কাছ থেকে দেখা নিজেই সমস্তটা স্বীকার করলেন মৌনি

নাগিন ধারাবাহিকের মধ্যে দিয়েই কেরিয়ারের মোড় ঘুড়িয়েছিলেন মৌনি। মুহুর্তে হাজার হাজার দর্শকের মন জয় করেছিলেন। তবে থেকেই মৌনির ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। বর্তমানে একাধিক ছবির অফার তাঁর ঝুলিতে। তবে অভিনয়ের প্রথম অভিজ্ঞতা কেমন ছিল নায়িকার!

গোল্ড ছবিতে প্রথম অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল মৌনিকে। সেই ছবির সেটে যাওয়া আগে মাত্র একবারই দেখা হয়েছিল অক্ষয় কুমারকে। এরপরই ডাক পড়ে গানের দৃশ্যে অভিনয় করার। সেখানে মৌনির পাঠ ছিল সামান্য। মাঝে মধ্যে অক্ষয় কুমারকে দেখে খানিকটা হাসতে হত তাঁকে। সেটুকুতেই হিমশিম খেতে হয়েছিল মৌনিকে। চোয়াল শক্ত হয়ে গিয়েছিল।

 

 

যদিও পরবর্তীতে এই জুটির রসায়ন সকলের মন কাড়ে। অভিনেত্রীর মতে খুব সাহায্য করেছিলেন অক্ষয় কুমার। শিখিয়েছিলেন সহজ হতে। সমস্যা কাটতে শুরু করে তখন থেকেই। পরবর্তীতে অনেকটা সহজ হয়েগিয়েছিল। নইলে অক্ষয়কে দেখেই মৌনির কথা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। নিজেই শিকার করেন মৌনি। 

PREV
click me!

Recommended Stories

আসছে দেব-শুভশ্রীর সপ্তম ছবি, ছবির কথা ঘোষণা করে রাজ-রুক্মিণীকে নিয়ে বিশেষ অনুরোধ দেশু জুটির
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে