‘বয়কট’ বিতর্ক দূর অস্ত, রিলিজ করতেই শোরগোল ফেলে দিল শাহরুখ-দীপিকার অনস্ক্রিন জুটি ‘পাঠান’

Published : Jan 25, 2023, 07:34 AM IST
Pathaan

সংক্ষিপ্ত

চার বছর পর কিং খানের বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ছবি ‘পাঠান’ রিলিজ করার সাথে সাথেই সিলভারস্ক্রিনে হইচই ফেলে দিয়েছে। পাশাপাশি সালমান খানের জমকালো উপস্থিতি হলময় ছড়িয়ে দিয়েছে দর্শকদের উচ্ছ্বাস।

অবশেষে আজ ২৫ জানুয়ারি, সারা দেশের সিনেমাপ্রেমীদের কাছে আজ সেই বহু প্রতীক্ষিত দিন। কারণ, আজ রিলিজ করেছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ছবি ‘পাঠান’। প্রায় ৪ বছর পর হিরো রূপে আবার সিলভারস্ক্রিনে কামব্যাক করলেন শাহরুখ। আর, বলিউডের ‘বেতাজ বাদশা’ স্ক্রিনে ফিরতেই দেশ জুড়ে আলোড়ন। দর্শকদের উন্মাদনায় ইন্ধন জাগালেন চ্যালেঞ্জিং বোল্ড দীপিকা পাড়ুকোনও।

যশ রাজ ফিল্মের প্রযোজনায় আর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি ‘পাঠান’ নিঃসন্দেহে ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড প্রোজেক্টগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, যাকে বলে ‘হাইলি সেলিব্রেটেড’। র এজেন্ট হিসেবে দীপিকা পাড়ুকোন-ও কিং খানকে টক্কর দিয়েছেন সমানে সমানে। তাঁর ধারালো উপস্থিতি, ক্ষমতাময় অ্যাকশন, তীক্ষ্ণ শরীরী ভাষা এবং ঝাঁ চকচকে অভিনয় সিনেমার বিতর্কিত ব্যতিক্রমী অফিসিয়াল ট্রেলার এবং গানগুলি দিয়ে দর্শকদের মনে প্রত্যাশা বাড়িয়েছে। ছবির অপর এক স্টার হলেন জন আব্রাহাম। ‘জিম ইজ কুল। জিম ইজ ডেনজেরাস’ বলে দর্শককূলকে যিনি সতর্কবার্তা দিয়েছিলেন অনেক আগেই, সেই জিমি কুলকে পর্দায় দেখা যেতেই উত্তেজনায় ফেটে পড়লেন হলমুখী মানুষ।

বুধবার, দিন শুরু হতে-না-হতেই শেষ হয়ে গেল পাঠানের প্রথম শো। তাহলে ‘বয়কট’ বিতর্ক? সেসব দূরের কথা, দর্শকরা হল থেকে বেরোচ্ছেন স্বতঃস্ফূর্তিতে। শিওর-শট ব্লকবাস্টার হিট ছবিটিকে ‘চাক্ষুষ আনন্দ’ বলে বর্ণনা করছেন শাহরুখ-দীপিকার ভক্তরা। প্রথম শোয়ের সাথে সাথেই নেট দুনিয়ায় দুর্দান্ত রিভিউয়ের ছড়াছড়ি। শুধু শাহরুখ-দীপিকাই নন, দর্শকদের নজরে পরিচালক সিদ্ধার্থ আনন্দও এখন এক ‘পাঠান’, জন আব্রাহামও এক বিশ্বাসযোগ্য খলনায়ক। কোনও কোনও নেটিজেনের কথায়, ‘পাঠান’ স্বার্থকভাবে শাহরুখ খানের স্ক্রিন-প্রেজেন্সকে বর্ণনা করতে পেরেছে। আর, ছোট্ট একটি অংশে বলিউডের ভাইজান সালমান খানের উপস্থিতিতে দারুণ পরিপূর্ণতা পেয়েছে ‘পাঠান’।

অ্যাকশন সিনেমা হলেও ‘পাঠান’-এর গল্প যে একেবারেই পরাবাস্তবে পরিপূর্ণ নয়, তা বলে দিচ্ছেন দর্শকরাই। হাই ভোল্টেজ অ্যাকশনের সাথে সাথে একটা বিশ্বাসযোগ্য প্লট উপস্থাপন করেছে সিনেমার গল্প। পাঠান আর জিম মুখোমুখি হতেই গোটা হলময় ছেয়ে গেল ‘লার্জার দ্যান লাইফ’ আবহ, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকমহল। এশিয়ানেট নিউজ বাংলার সূত্র অনুসারে, ‘পাঠান’ ৫-এর মধ্যে রেটিং পেতে পারে ৩.৫। তবে, দর্শকদের সন্তুষ্টি পর্যালোচনা করার পর এই রেটিং অবশ্যই আপগ্রেড করা যেতে পারে।

PREV
click me!

Recommended Stories

Dhurandhar Review: গল্প, পরিচালনা, অভিনয়, সবই ধুন্ধুমার সবই ধুরন্ধর
কনজুরিং সিরিজের ৫ টি সেরা সিনেমা