ছোট্ট আদিদেবের ৪-এ পা, কী কী আয়োজন করলেন মা সুদীপা? জানালেন ‘রান্নাঘর’-এর কর্ত্রী

আগামী বছর পাঁচে পা দেবে তারকা-পুত্র। একই সঙ্গে দিদা, বাবা অগ্নিদেব চট্টোপাধ্যায় সামান্য অসুস্থ। সব মিলিয়ে তাই জমাটি উদযাপন আগামী বছরের জন্য তোলা।

Mukherjee Upali | Published : Nov 12, 2022 7:18 PM
110
বাবু আদিদেব চট্টোপাধ্যায়

সকাল থেকেই বাড়িতে তাই সাজো সাজো রব। মামা, কাকু, জ্যেঠু, দিদার ভিড়। রুপোর থালায় পাঁচ তরকারি, ভাত। পাশে পায়েসের বাটি। আয়োজন পরিপাটি!

 

210
বাবার হাত যখন মাথায়

বাবা অগ্নিদেব চট্টোপাধ্যায় মাথায় হাত ছুঁইয়ে আশীর্বাদ করেছেন একরত্তিকে। গত বছর আগের দিন মাঝ রাত থেকেই উদযাপন শুরু। এ বারেও নিশ্চয় হয়েছে?

310
আজ আমার দিন

প্রতি বছরেই আদি সকালে ফুল বাবু, বিকেলে সাহেব-সুবো। এ বছরেও তার অন্যথা হয়নি। তাই পোজ দিয়ে ছবি তুলতেই হয়!

410
মায়ের আশীর্বাদ

বাবার পরেই ছোট্ট আদিকে আশীর্বাদ, আদরে ভরিয়ে দিয়েছেন মা সুদীপা। সঙ্গে ছবি পোস্ট করে অনুরোধ, এত তাড়াতাড়ি বড় হয়ে যাস না!

510
জন্মদিনের ভূরিভোজ

বাঙালি রীতি মেনে রুপোর থালায় পাঁচ রকমের ভাজাতরকারিঘিভাত, লুচি, পমফ্রেট মাছমুরগির মাংসের এলাহি আয়োজন। সব দিদা নিজে হাতে রেঁধেছেন!

610
দিদা দীপালি মুখোপাধ্যায়ের আদর-সোহাগ

আশীর্বাদ করেছেন দিদা দীপালি মুখোপাধ্যায়

710
পায়েস খাইয়ে দিচ্ছেন জ্যেঠু, কাকুরা

আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছেন পিনাকী জ্যেঠু, সঞ্জয় কাকু

810
মায়ের পরেই মাসি

আশীর্বাদ করেছেন সুমিত্রা মাসি

910
দিদি-ভাইয়ের ভালবাসা

আশীর্বাদ করেছেন ঝুলন দিদি

1010
দিদার জন্মদিনে নাতিবাবু

৯ নভেম্বর ছিল দিদার জন্মদিন। সে দিন নাতিবাবু একই ভাবে উদযাপনে মেতেছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos