একা নন, সমুদ্র সৈকতে হার্দিকের সঙ্গে স্যুইম স্যুটে ঝড় তুললেন নাতাশা

  • পুলের মধ্যে মনোকিনিতে ঘনিষ্ঠ অবস্থায় ছবি পোস্ট হার্দিক-নাতাশার
  •  নাতাশা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করেছে
  • বাগদানের রেশ কাটতে না কাটতেই  একগুচ্ছ ছবিতেই মাত হয়েছে সোশ্যাল মিডিয়া
  • প্রতিটি ছবিতেই উপচে যাচ্ছে তাদের লাইক ও কমেন্টের সংখ্যা

নতুন বছর পড়তে না পড়তেই ভক্তদের সুখবর শুনিয়েছেন ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া। বেশ অনেকদিন ধরেই সম্পর্কে ছিলেন হার্দিক। অবশেষে জল্পনায় অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সেরে দেশে ফিরলেন হার্দিকও নাতাশা। বাগদানের রেশ কাটতে না কাটতেই তাদের একগুচ্ছ ছবিতেই মাত হয়েছে সোশ্যাল মিডিয়া। নাতাশা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করেছে। নেটদুনিয়ায় রীতিমতো ট্রেন্ডিং চলছে এই ছবিগুলি।

 

আরও পড়ুন-উপহার পাওয়ার নামে প্রতারণার শিকার অভিনেত্রী মৌবনী, খোয়া গেল মোটা অঙ্কের টাকা...

কখনও পুলের মধ্যে মনোকিনিতে তো কখন বিচের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় আবার কখনও বালির মধ্যে নিজেদের মেলে ধরেছেন এই যুগল। বাঘছাল প্রিন্টের স্যুইম স্যুটে পরে হট অবতারে ছবি পোস্ট করেছেন নাতাশা। তার সঙ্গে কালো রঙের রোদচশমা একদম পারফেক্ট। তার সঙ্গে হার্দিকও বেশ নিজেকে গুছিয়ে নিয়েছেন। পরণে কালো ও সোনালি রঙের ম্যাচ করা প্যান্ট, হিপহপ টুপি এবং কালো রঙের রোদচশমায় তিনিও নাতাশার পাশে একদম পারফেক্ট। যত দিন যাচ্ছে দুজনের কেমিস্ট্রি যেন আরও জোড়ালো হচ্ছে। প্রতিটি ছবিতেই উপচে যাচ্ছে তাদের লাইক ও কমেন্টের সংখ্যা। 

 

আরও পড়ুন-মিথিলার পোস্টে কেন কাঁদার কথা বললেন সৃজিত, টুইট নিয়ে জল্পনা...

ফের ক্রিকেট জগতের সঙ্গে বিনোদনের গাটছড়া হতে চলেছে। খুব শীঘ্রই তারা যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন  সে নিয়েও বেশ সরগরম ক্রিকেট ও বিনোদন মহল।  অতীতেও বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে হার্দিকের। কিছুদিন আগেও বলিউড অভিনেত্রী উর্বশীর সঙ্গে নাম জড়িয়ছিল হার্দিকের । তবে এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে দিব্যি খোশমেজাজেই রয়েছেন হার্দিক।

Share this article
click me!

Latest Videos

Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু