একের পর এক নগ্ন ছবিতে ট্যাগ বিশ্বসুন্দরী, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ নাতাশা

Published : Jan 17, 2020, 09:05 PM ISTUpdated : Feb 03, 2020, 01:42 PM IST
একের পর এক নগ্ন ছবিতে ট্যাগ বিশ্বসুন্দরী, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ নাতাশা

সংক্ষিপ্ত

নীল ছবিতে ট্যাগ বিশ্ব সুন্দরী কয়েকমাস ধরেই অপদস্তে নাতাশা আইনজীবির পরামর্শ নিয়েই কড়া পদক্ষেপ অভিযুক্তের বিরুদ্ধে করলেন এফআইআর

বলিউডে সেভাবে তাঁকে দেখা না গেলেও মডেলিং-এর দুনিয়াতে তিনি এক অতিপরিচিত মুখ। মিস ইন্ডিয়া খেতাব জেতার পরই তিনি সামিল হয়েছিলেন বিশ্বসুন্দরী হওয়ার দৌড়ে। তিনি হলেন নাতাশা সুরি। বেশ কয়েকদিন ধরেই তিনি লক্ষ্য করেন যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নীল ছবির দৃশ্য ট্যাগ করা হচ্ছে।

আরও পড়ুনঃ সম্পর্ক ভাঙলেও ট্রেলার জুড়ে উষ্ণতা, লাভ আজ কাল-এ ঝড় তুললেন সারা

আরও পড়ুনঃ মধ্যরাতের পার্টি থেকে সাত সকালের মোটিভেশন, এক নজরে পর্দার পেছনের বি-টাউন

 

 

২০১৯-এর নভেম্বর থেকে চলতে থাকা ঘটনাকে নাতাশা প্রথমে গুরুত্ব দেননি সেভাবে। তবে একের পর এক ভিডিও ও অশ্লীল ছবিতে ট্যাগ করা হয় নাতাশার অ্যাকাউট। বিষয়টা বেশকিছুদিন গড়াতে থাকলে অবশেষে পুলিশের দ্বারস্ত হন বিখ্যাত মডেল। তাঁর আইনজীবির পরামর্শ অনুযায়ী এদিন তিনি থানায় এফআইআর দায়ের করেন। 

 

 

মুম্বইয়ের অপরাধ দমন শাখার তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। নাতাশা জানান, অভিযুক্ত ব্যক্তির নাম ফ্লাইন রেমেদিওসের। তারই একটি ওয়েবসাইটে একের পর এক পোস্ট হওয়া নীল ছবিতে ট্যাগ হতে থাকেন নাতাশা। অপ্রস্তুতে পড়তে হয় তাঁকে। প্রথমটাতে তিনি বুঝতে না পারায় পরবর্তীতে তিনি আইনজীবির সাহায্য নিয়ে কড়া পদক্ষেপ নেন। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?