বি-টাউনে নতুন মুখ, রণবীরের বিপরীতে ডেবিউ করতে চলেছেন শালিনী

Published : Dec 11, 2019, 12:33 PM IST
বি-টাউনে নতুন মুখ, রণবীরের বিপরীতে ডেবিউ করতে চলেছেন শালিনী

সংক্ষিপ্ত

বি-টাউনে নতুন মুখ দক্ষিণী নায়িকাতেই এবার মজবে জয়েশভাই প্রকাশ্যে ছবির নায়িকার নাম শুরু হয়েছে ছবির শ্যুটিং

বি-টাউন জুড়ে এখন একাধিক নতুন মুখ। তবে অধিকাংশই তারকা পুত্র কিংবা কন্যা। নতুন মুখ বলতে গেলে এক কথায় এখন এনাদেরই পসার। তবে এবার বি-টাউনে রণবীরের বিপরীতে দেখা যাবে নতুন মুখকে। প্রকাশ্যে এল সেই খবর। বর্তমানে রণবীর সিং ব্যস্ত ৮৩ ছবির কাজ নিয়ে। তারই মাঝে প্রকাশ্যে এসেছে জয়েশভাই জোয়াদ্দা-এর খবর। 

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে কয়েকদিন আগেই সামনে এসেছে রণবীর সিং-এর প্রথম লুক। নয়া এই চরিত্র সামনে আসা মাত্রই ভক্তদের নজর কেড়েছে তা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই ছবির কাজ। তবে এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে কাকে তা নিয়ে জল্পনা এতদিন ছিল তুঙ্গে। সেই জল্পনার অবসান ঘটিয়েই এবার সামনে এল নতুন নাম, শালিনী পান্ডে। 

 

 

বিটাউনে শালিনী প্রথম হলেও দক্ষিণী ছবিতে এর আগে ঝড় তুলেছেন তিনি বহুবার। তেলুগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডি-তে মুখ্যভুমিকাতে ছিলেন তিনি। এবার ডাক এল বি-টাউন থেকে। বিপরীতে থাকছেন রণবীর সিং। জয়েশভাই জোরদার ছবিতে তাঁকে দেখা যাবে প্রথম। বর্তমানে এই নতুন নায়িকাকে নিয়ে জোর জল্পনা বি-টাউনে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?