স্ত্রী সাংসদ! নুসরতকে নিয়ে গর্ব করে কী বললেন স্বামী নিখিল জৈন

  • তুরষ্কে গিয়ে রাজকীয় কায়দায় বিয়ে সেরেছেন
  • সেখান থেকে এসে দিল্লিতে গিয়ে শপথ নিয়েছেন নুসরত
  • রাজনীতির ময়দানে  স্ত্রীকে এভাবে দেখে গর্বিত নিখিল
swaralipi dasgupta | Published : Jun 27, 2019 6:17 AM IST / Updated: Jun 27 2019, 12:51 PM IST

বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরত জাহান। অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানেও বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। রাজনৈতিক সাফল্য পাওয়ার পরেই নিজের বিয়ের কথা ঘোষণা করেছিলেন নুসরত। জানিয়েছিলেন, ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করতে চলেছেন তিনি। 

তুরস্কের বোদরুম শহরে একেবারে রাজকীয় কায়দায় বিয়ে সম্পন্ন করেছেন নুসরত। বিয়ে সেরে এসেই সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা  সাংসদ। আর নিজের স্ত্রীকে অভিনয় থেকে রাজনীতির জগতে এভাবে রাজ করতে দেখে গর্বিত স্বামী নিখিল জৈন। 

Latest Videos

সম্প্রতি তিনি নুসরতকে নিয়ে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। নিখিল পোস্টটিতে লেখেন, আমরা অনেককে প্রতিজ্ঞা করতে দেখি, আবার সেই প্রতিজ্ঞা ভাঙতেও দেখি। কিন্তু নুসরত আলাদা। লোকসভায় প্রথম দিনেই বসিরহাটের জন্য কথা বলল। কুর্ণিশ তোমায়। তুমি সকলকে গর্বিত করেছ। 

 

 

২৫ জুন সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন নুসরত। তার পরে লোকসভায় বসিরহাটে একটি কেন্দ্রীয় বিদ্যালয় করার দাবি করেছেন তিনি। 

এই মুহূর্তে আলিপুরের নতুন ফ্ল্যাটে শিফট করেছেন নুসরত ও নিখিল। নিখিল তাঁর পৈতৃক বাড়ির পাশেই আরও একটি ফ্ল্যাটটি কিনেছেন। একেবারে নিজে হাতে ফ্ল্যাট সাজিয়েছেন নবদম্পতি। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর