একের পর এক টিকটকে ঝড়, মুহূর্তে ভাইরাল নিখিল-নুসরতের ভিডিও

Published : Jan 15, 2020, 06:25 PM IST
একের পর এক টিকটকে ঝড়, মুহূর্তে ভাইরাল নিখিল-নুসরতের ভিডিও

সংক্ষিপ্ত

একের পর এক টিকটক শেয়ার সোশ্যাল মিডিয়ার পাতা ভরতে থাকল ভিডিওতে মুহূর্তে ভাইরাল ভিডিও কাজের ফাঁকে নিখিলের সঙ্গে বিদেশ পাড়ি

নতুন বছরটা বেশ ভালোই কাটছে লিখিল নুসরতের। বছরের প্রথমেই মু্কতি পেয়েছে অসুর ছবি। সেই ছবি বক্স অফিসে বিস্তর সাফল্য লাভ করার পরই নয়া লুকে ধরা দিলেন নুসরত। মেতে উঠলেন টিকটক ভিডিওতে। একের পর এক নেট দুনিয়ায় ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। কখনও নিখিলের সঙ্গে, কখনও আবার একাই মনের কথা খুলে বললেন তিনি। 

আরও পড়ুনঃ উপহার পাওয়ার নামে প্রতারণার শিকার অভিনেত্রী মৌবনী, খোয়া গেল মোটা অঙ্কের টাকা

আরও পড়ুনঃ স্বস্তিকাদের 'কাগজ আমরা দেখাব না'র পাল্টা, 'কাগজ কেউ চাইবেই না' বাবুলের

 

 

সদ্য জন্মদিন উপলক্ষ্যে গালা পার্টিতে মেতেছিলেন নুসরত জাহান। জন্মদিনের দিন সকাল থেকেই একের পর এক উপহার ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন সকলেই। এদিন সন্ধেতে এক পার্টিতে নিখিলের সঙ্গে ফ্রেমবন্দিও হন তিনি। এরপরই পাড়ি দেওয়া নিরুদ্দেশে। কাজের চাপ খানিকটা কমিয়ে এখন তাঁরা একান্তেই বেশ কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন। আর সেখান থেকেই একের পর এক টিকটক। 

 

 

এর আগেও বেশ কয়েকবার টিকটকে মেতেছিলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি বরাবরই ভিষণ রকমের অ্যাক্টিভ। একের পর এক হট ছবি শেয়ারও করেছেন তিনি ইতিমধ্যেই। যা মুহূর্তে উষ্ণতা ছড়িয়েছিল নেট দুনিয়ায়। এবার পালা টিকটকের। বুধবার বিকেলে টিকটক শেয়ার করে নয়া লুকে ধরা দিলেন নুসরত। সঙ্গে ছিলেন নিখিলও। এবার সেই ভিডিওতেই মজলেন সকলেই।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা