এ কি হাল ফাগুন বউয়ের, মুম্বইয়ে সাহসী পোজ, অঙ্কুশের বান্ধবীর ছবি দেখে জোর জল্পনা

ঐন্দ্রিলার ছবি ঘিরে জোর জল্পনা

মুম্বই থেকে ছবি পোস্ট করলেন নায়িকা

সাহসী ছবিতে অনবদ্য অঙ্কুশের গার্লফ্রেন্ড

মুহুর্তে ভাইরাল ছবি

টিভির পর্দায় তিনি ফাগুন বউ। কনের বেশে, কিংবা কখনও শাড়ি পরে দুষ্টুর ভুমিকায়, পারিবারিক নজরে তিনিই আদর্শ ঘরোয়া বউ। কিন্তু তাঁর এমন ছবি দেখে দর্শকদের চক্ষু চরক গাছ। ঐন্দ্রিলা এখন বেজায় ব্যস্ত নিজের বিভিন্ন কাজ নিয়ে। তাঁর মাঝে পাখির চোখ করেছেন শরীরচর্চাকে। 

আরও পড়ুনঃ চিত্রনাট্যের চাহিদা ঘনিষ্ঠ দৃশ্য, প্রস্তাব পেয়ে জবাব জানালেন মিমি

Latest Videos

বেশ কয়েকদিন ধরেই নিজের চেহারা নিয়ে মাথা ব্যাথা ছিল অঙ্কুশের গার্লফেন্ড্রের। ক্রমেই মেদ জমছিল শরীরের আনাচে কানাচে। কয়েকমাস আগেই মুম্বইয়ে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা শুরু করেন ঐন্দ্রিলা। তবে থেকেই যেন আবারও পুরোনো দুষ্টুর লুকেই তাঁকে পান দর্শকেরা।

আরও পড়ুনঃ 'ভয়'-এর শ্যুটিং ফ্লোরে অঙ্কুশ, শেয়ার করলেন অভিজ্ঞতা

বর্তমানে তিনি মুম্বইয়তেই আছেন। সোশ্যাল মিডিয়ায় বরাবই অ্যাকটিভ ঐন্দ্রিলা। অঙ্কুশের সঙ্গে একাধিক ছবিও শেয়ার করে থাকেন তিনি। কিন্তু এই ধরনের ছবিতে ঐন্দ্রিলাকে এর আগে পায়নি দর্শক। সাহসী ফটো শ্যুটে নজর কাড়লেন ফাগুন বউ। সোশ্যাল মিডিয়ার পাতা ছবি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। 

 

 

শীঘ্রই সাত পাকে বাধা পড়তে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রকাশ্যে কিছু না জানালেও নিজেরে মধ্যে তরিঘড়ি সেরে ফেলছেন প্রস্তুতি। চলতি বছর বিয়ের মরশুমেই হয়তো সুখবর শোনাবেন অঙ্কুশ। বর্তমানে অঙ্কুশ ব্যস্ত তাঁর আগামী ছবির কাজ নিয়ে। সম্প্রতিই মুক্তি পেয়েছে ভয় ছবির প্রথম পোস্টার। 

Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি