অস্কার ২০২০, হলিউডকে টেক্কা দিয়ে অস্কারের সেরা ছবি 'প্যারাসাইট'

  • অস্কারের  আসর মানেই হাড্ডাহাড্ডি লড়াই
  • ৯২ তম অস্কার অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট  সেরা ছবির পুরস্কার জিতে নিল
  • কান চলচ্চিত্র উৎসবেও সর্বোচ্চ সম্মান 'পাম দর' পেয়েছিল 'প্যারাসাইট' ছবিটি
  • মোট চারটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি

অস্কারের  আসর মানেই হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে এই নিয়ে চলতে থাকে লড়াই।  প্রতি বছরের মতো এইবছরও তার অন্যথা হল না।  ভেনিস, বার্লিন, কান চলচ্চিত্র উৎসবে বহুল আলোচিত সিনেমাগুলিই একে অপরকে টেক্কা দেয়।  এবারের হাড্ডাহাড্ডি লড়াইটা যেন জমে উঠেছে।  ৯২ তম অস্কার অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ছবি 'প্যারাসাইট' সেরা ছবির পুরস্কার জিতে নিল। শুধু অস্কারই নয় কান চলচ্চিত্র উৎসবেও সর্বোচ্চ সম্মান 'পাম দর' পেয়েছিল 'প্যারাসাইট' ছবিটি।

Latest Videos

 

অবশেষে  অপেক্ষার অবসান।  শুরু হয়ে গেছে চলচ্চিত্র জগতের সবথেকে বড় পুরস্কার অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অস্কার পুরস্কারের চৃড়ান্ত  তালিকাও সামনে চলে এসেছে। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে লস অ্যাঞ্জেলসে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই লস অ্যাঞ্জলসের ডলবি অডিটোরিয়ামে শুরু হয়ে গেছে অস্কার পুরস্কারের অনুষ্ঠান। কাদের মাথার মুকুটে উঠল অস্কারের পালক সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। আবার কাদের সেরার সেরা থেকে ছিটকে গেলেন তা জানার আগ্রহও প্রবল রয়েছে।  গত বছরের মতো এই বছরও কোনও সঞ্চালক ছাড়াই  অস্কারের আসর বসেছিল।

 

আরও পড়ুন-অস্কার ২০২০, 'জোকার'-এর জন্য সেরা অভিনেতা হলেন জোয়াকিন ফিনিক্স...

তবে শুধু ছবি হিসেবে নয় মোট চারটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি। হলিউডের তাবড় তাবড় সিনেমাকে পিছনে ফেলে সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পরিচালক, সেরা বিদেশি ছবির অস্কার রয়েছে 'প্যারাসাইট'-এর ঝুলিতে। পরিচালক বং জন হু-এর এই ছবি একটি ছোট্ট পরিবারের গল্প বলে। পরিবারের মাত্র ৪ জন সদস্যদের নিয়েই ছবির গল্প শুরু হয়। তবে ছবির শেষের চমকই সিনেমাপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। আর সেটাই হল মূল ছবির ইউএসপি।
 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News