আবারও শোকের ছায়া বি-টাউনে, মাতৃহারা ডাব্বু রতনানি

Published : Nov 29, 2019, 02:59 PM IST
আবারও শোকের ছায়া বি-টাউনে, মাতৃহারা ডাব্বু রতনানি

সংক্ষিপ্ত

বৃহস্পতিবারহ রাতে শেষ নিঃশ্বার ত্যাগ করেন ডাব্বু-র মা মুহুর্তে খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ নিজেই জানান ডাব্বু শুক্রবারই শেষকৃত্য সম্পন্ন হল 

সেলেব দুনিয়ার বিখ্যাত ফোটোগ্রাফার ডাব্বু রতনানির মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃহস্পতিবার রাতে। এদিন রাতে থেকেই এই খবর প্রকাশ্যে আসা মাত্রই বিটাউনে শোকের ছায়া দেখা দেয়। মুহুর্তে মধ্যে খবর ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। ডাব্বু নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান সেই খবর। 

 

 

ডাব্বু নিজের সোশ্যাল পেজে মায়ের আত্মার শান্তি কামনা করে ছবি শেয়ার করেন। সঙ্গে জানান, শুক্রবারই শেষকৃত্য সম্পন্ন হবে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্য জণিত নানা কারণে তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছিল না। সম্প্রতি মায়ের অসুস্থতার খবরও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ডাব্বু। শেষ কয়েকদিনে স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটার ফলেই মৃত্যুর মুখে ঢোলে পড়েন প্রভা রতনানি। 

 

 

একই মাসে তিন শোকের খবরে মর্মাহত বলিউড। নভেম্বর মাসের শুরুতেই প্রয়াত হয়েছিলেন মনীশ মালহোত্রা বাড়িতে শোকের ছায়া কাটতে না কাটতেই মাতৃহারা হয়েছিলেন শাবানা আজমি। তারই কয়েকদিনের মধ্যে মাকে হারালেন ডাব্বু রতনানি। খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তাও জ্ঞাপন করেন অনেকেই। 

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?