পর্দায় আবারও ফিরছে পুরনো জুটি, বাঘি-৩ পোস্টারে ঝড় তুললেন টাইগার

Published : Feb 03, 2020, 07:40 PM ISTUpdated : Feb 06, 2020, 03:44 PM IST
পর্দায় আবারও ফিরছে পুরনো জুটি, বাঘি-৩ পোস্টারে ঝড় তুললেন টাইগার

সংক্ষিপ্ত

আবারও শ্রদ্ধার বিপরীতে টাইগার মুক্তি পেল ছবির পোস্টা আসছে বাঘি থ্রি ছবি ৬ ফেব্রুয়ারি মুক্তি ট্রেলার 

বর্তমানে বলিউডে প্রথম সারির তারকাদের মধ্যে নাম লিখিয়েছেন টাইগার শ্রফ। অভিনয়ের কেরিয়ারে একের পর এক ছবি করে ঝড় তুলেছেন তিনি বক্স অফিসে। কখনও সুপার হিট, কখনও ফ্লপ, নানা সময়ের চরাই উৎরাই পেরিয়ে এখন তিনি সেরার সেরা। ২০১৯-এ ছিঁড়ে ছিল ভাগ্যে শিঁকে। হাতে এসেছিল দুই বড় ছবির প্রস্তাব। স্টুডেন্ড অব দ্য ইয়ার ও ওয়ার। 

আরও পড়ুনঃ দিল্লির দূষণে অসুস্থ ঋষি কাপুর, পরিবার সূত্রে ফাঁস স্বাস্থ্যের বর্তমান খবর

ওয়ার ছবির পরই পসার বদলে ছিল টাইগারের। এরপর একের পর ছবির প্রস্তাব আসতে থাকে টাইগারের কাছে। তবে বাঘি ৩ ছবির প্রস্তাবে আগেই রাজি হয়ে গিয়েছিলেন টাইগার। এই ছবিতেই শ্রদ্ধার সঙ্গে আবার দেখা মিলবে টাইগারের। বাঘি দিয়েই এই জুটির যাত্রা শুরু। এরপর আর এক সঙ্গে কাজ করা হয়নি। ২০১৯-এই শুরু হয়েছিল ছবির শ্যুটিং। 

 

 

বাঘি ৩ ছবিতে এই জুটিকে আবারও পেতে চলেছেন দর্শকেরা।রিয়েল লাইফে নয়, এই জুটির রিল লাইফের কেমিস্ট্রিই এক কথায় হিট। সোমবার প্রকাশ্যে এল সেই ছবির পোস্টার। পোস্টারে দেখা যায় বন্দুক হাতে টাইগার। যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে অভিনেতা। সামনে একটি ট্যাঙ্কার। শুরু হয়েছে ছবির কাজ। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবির ট্রেলার। 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?