বড়দিন-এ কোন 'গুড নিউজ' শোনাবেন অক্ষয় কুমার, সোশ্যাল মিডিয়ায় ধামাক্কাদার খবর অক্কির

Published : Nov 14, 2019, 11:46 AM ISTUpdated : Nov 14, 2019, 11:50 AM IST
বড়দিন-এ কোন 'গুড নিউজ' শোনাবেন অক্ষয় কুমার, সোশ্যাল মিডিয়ায় ধামাক্কাদার খবর অক্কির

সংক্ষিপ্ত

ডিসেম্বরেই সুখবর শোনাবেন অক্ষয় কুমার প্রকাশ্যে অক্ষয় কুমারের পরবর্তী ছবির পোস্টার পুরো দমে চলছে ছবির কাজ  ২৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি

চলতি বছরটা বোধহয় অক্ষয় কুমারেরই। একের পর এক ব্লক বাস্টার ছবি এবছর উপহার দিয়েছেন তিনি দর্শকদের। কেশরী থেকে শুরু হয়েছিল সেই যাত্রা। তারপর মিশন মঙ্গল। সেখানেই থেমে থাকা নয়। এক ছবি প্রেক্ষাগৃহে চলা কালিনই প্রকাশ্যে পরবর্তী ছবির খবর। চলতি বছর এভাবেই কাটছে অক্কির। 

এখানেই শেষ নয়, প্রতিটি ছবিই তাঁর ব্লক বাস্টার। ২০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে কয়েকদিনের মধ্যেই। বর্তমানে সগোরবে চলছে হাউসফুল ৪, তারই মাঝে আবারও পরবর্তী ছবির খবর নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। ছবির নাম গুগ নিউজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের প্রথম লুক। বেশ কয়েক কয়েকদিন পর পর্দায় আবার করিনা কাপুর। ছবিতে রয়েছেন আরও দুই মুখ, দিলজিৎ ও কিয়ারা। 

 

 

বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। মজার এই ছবিতে অক্কিকে দেখা যায় এক অদ্ভুত লুকে। দুই বেবিবাম্পের মাঝে আটকে অক্কির মাথা। ছবির পোস্টার প্রকাশ্যে আসা মাত্রই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আবারও এক মজার ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন বলিউডের এই চার তারকা তা নিয়ে কোনও দ্বিমত থাকে না। এখন দেখার ট্রেন্ড বজায় রেখে এই ছবিও কী বক্স অফিসে ছক্কা হাঁকাবে।  
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?