বাজিরাও মস্তানি-র পর বলিউডে আরও এক মারাঠি ইতিহাস, প্রকাশ্যে তানাজী-র লুক-পোস্টার

Published : Oct 21, 2019, 05:01 PM ISTUpdated : Oct 21, 2019, 05:10 PM IST
বাজিরাও মস্তানি-র পর বলিউডে আরও এক মারাঠি ইতিহাস, প্রকাশ্যে তানাজী-র লুক-পোস্টার

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল তানাজী ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অজয় দেবগণ ওমকারার পর কেটে গিয়েছে বারো বছর আবারও মুখোমুখি সইফ-অজয়

ঐতিহাসিক চরিত্রের ওপর তৈরি হয়েছে বলিউডের একাধিক ছবি। কিন্তু কোথাও যেন আজও ইতিহাসের পাতায় থেকেও বিস্মৃত তানাজী মালুসারের কথা। মারাঠি পর্বের সর্বাধিক নজরকাড়া দুই চরিত্র বাজিরাও ও মস্তানীকে নিয়ে ছবি হওয়ায় তা সকলের মন ছুঁয়েছিল। এবার পালা তানাজীর।

 

 

শিবাজীর সব থেকে কাছের ও বিশ্বাসের যোদ্ধা ছিলেন তানাজী। তাঁর ওপর ভর করেই সেই সময় বেশকয়েকটি যুদ্ধে জয়লাভ করেছিলেন শিবাজী। এবার সেই বীর যোদ্ধার গল্পই প্রকাশ্যে উঠে আসতে চলেছে বলিউডে। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে। 

 

 

জুলাই মাসেই প্রকাশ্যে এসেছিল এই ছবির প্রথম লুক। এবার সোমবার মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অজয় দেবগম নিজেই। এই ছবিতেই অপর ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। মাঝে কেটে গিয়েছে বারো বছর। তারপর আবারও মুখোমুখি দুই তারকা। বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। ২০২০ সালে ১০ই জানুয়ারী মুক্তি পাবে এই ছবি। 
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে