শতবর্ষে বাংলা ছবি, উপহারে 'মায়াকুমারী'-কে নিয়ে আসতে চলেছেন অরিন্দম শীল

বাংলা ছবির শতবর্ষে নয়া চমক পরিচালকের

মুক্তি পেল অরিন্দমশীলের আগামী ছবির পোস্টার

ডাক সাইটের অভিনেত্রী মায়াকুমারী-কে নিয়ে আসছেন পরিচালক

মুখ্যভুমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণাকে

বাংলাচলচ্চিত্রের একশো বছর, নভেম্বর মাসেই প্রথম বাংলা ছবি আত্ম প্রকাশ করেছিল। সাল ১৯১৯, তবে থেকেই শুরু পথ চলা, ছবির নাম বিল্মমঙ্গল। হাজারো চরাই উতরাই পেরিয়ে আজ তা এক ইন্ডাস্ট্রি। বাংলা শিল্প জগতের এক বড় অধ্যায় এই একশো বছর। যেখানে পরতে-পরতে লুকিয়ে রয়েছে হাজারও ওঠা পড়ার গল্প, হাজারও না পাওয়ার গল্প। আবার এমনও গল্প রয়েছে যা বাংলার পরিচিতিকে বিশ্বের দরবারে তুলেধরেছে, এনেছে অস্কার। 

বাংলার চলচ্চিত্রের এই ঐতিহ্যপূর্ণ দিনে প্রথম আত্মপ্রকাশ করল মায়াকুমারী, অরিন্দম শীলের পরবর্তী ছবি। এই ইতিহাসকে সাক্ষী করেই অরিন্দম শীল প্রকাশ্যে আনলেন তাঁর পরবর্তী ছবির খবর। ২০১৯ নভেম্বর মাস, তার ওপর চলচ্চিত্র উতসবের ২৫ তম বর্ষ,  সে সন্ধিক্ষনেই মুক্তি পেল অরিন্দম শীলের পরবর্তী ছবির পোস্টার। পোস্টারের ওপর লেখা বাংলা সিনেমা একাই একশো। তবে বাংলা সিনেমার ইতিহাসকে কেন্দ্র করে তৈরি ছবি এটি নয়। এখানে একাল ভুলে সেকালের এক গল্প তুলে ধরা হবে। মায়াকুমারী একজন অভিনেত্রী। যাঁর জীবনীকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে এই ছবি। 

Latest Videos

 

 

গ্রীষ্মেই আত্মপ্রকাশ করবে এই ছবি। কীভাবে তখনকার সমাজে যুদ্ধ করতে হয়েছিল এক অভিনেত্রীকে তাঁর গল্পই উঠে আসবে এই ছর মাধ্যমে। আজ যা ফ্যাশন কাল ছিল তা অপরাধ। এমনই হাজারও উঠা পড়ার গল্প জড়িয়েছিল মায়াকুমারীর জীবনে। হাজারো চোখের জল, যুদ্ধ তেজ ও যেদের বশেই পথ চলা ধরে রেখেছিলেন তিনি। সেখান থেকেই যাত্রা অক্ষুন্ন ছবির। এই চরিত্রের জন্য পরিচালক ঋতুপর্ণা সেনগুপ্তকেই বেছে নিয়েছেন। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari