উল্টো দিক থেকে আসা ট্রাকে জোর ধাক্কা, দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক

Published : Mar 31, 2021, 10:55 AM IST
উল্টো দিক থেকে আসা ট্রাকে জোর ধাক্কা, দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক

সংক্ষিপ্ত

আবারও বিনোদন জগতে শোকের ছায়া দুর্ঘটনার কবলে পড় প্রাণ হারালেন গায়ক বিদেশে রয়েছে স্ত্রী-সন্তান  পঞ্জাবেন জনপ্রিয় গায়কের মৃত্যু   

আবারও শোকের ছায়া নেমে এলো বিনোদন জগতে। ভয়ানক দুর্ঘটনার কবলে পড় প্রাণ হারালেন পঞ্জাবি গায়ক দিলজান। খবর ছড়িয়ে পড়ার পরই ভেঙে পড়ল ভক্তমহল। অকালে প্রাণ হারালেন পিরয় গায়ক। কম বয়সেই গানের জগতে নিজের প্রতিভাগুণে সকলের নজর কেড়েছিলেন দিলজান। বিভিন্ন  অনুষ্ঠান থেকে শুরু করে রিয়ালিটি শো-তে তাঁকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন- দরিদ্র পরিবারের মুখে আবারও হাসি, একটা সেলাই মেশিন চাইতেই কী শর্ত দিলেন সোনু

মঙ্গলবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এই অভিনেতা। দিলজানের গাড়ির সঙ্গে সামনে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখো সংঘর্ষ লাগে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে সকলে ছুঁটে আসে। দিলজানকে সেখান থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। দিলজান যাচ্ছিলেন কাপুরথালা থেকে অমৃতসরে। মাঝেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। 

 

 

ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলজান। মাত্র ৩১ বছর বয়সে সফর শেষ, খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। বর্তমানে দিলজানের স্ত্রী ও সন্তান রয়েছে কানাডাতে। সেখান থেকে তাঁরা আসার পরই হবে শেষ কৃত্য। পরিবার থেকে শুরু করে বিনোদন জগতের পরিচিতরা, সকলেই দিলজানের ছবি শেয়ার করে আত্মার শান্তি কামনা করেন। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার