'নিজেকে ভালোবাস তুমি এবার', গিটারে ঝড় তুলে মিথিলা গাইলেন সৃজিতের গান

Published : Mar 27, 2020, 08:01 PM IST
'নিজেকে ভালোবাস তুমি এবার', গিটারে ঝড় তুলে মিথিলা গাইলেন সৃজিতের গান

সংক্ষিপ্ত

সৃজিত মুখোপাধ্যায়ের লেখা গান ধরলেন মিথিলা গিটার বাজিয়ে ঝড় তুললেন নেট দুনিয়ায় নেট দুনিয়ায় শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায় মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল মিথিলার 

করোনার কোপে সদ্য বিবাহিত জীবনে তৈরি হয়েছে দুরত্ব। বিস্তর দুরে দুই তারকা, সৃজিত-মিথিলা। দুইয়ের মাঝে দুরত্বের এখন একটাই আশ্রয়, সোশ্যাল মিডিয়া। ভারতের বুকে করোনা ইতিমধ্যেই থাবা বসিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। এরই মাঝে সামনে আসে বাংলা দেশের বুকেও থাবা বসিয়েছে করোনা। ভারতের বুকে চলছে পুরো দেশ জুড়ে লক ডাউন। ঠিক তেমনই আংশিক লকডাউনে রয়েছে বাংলা দেশও। 

আরও পড়ুন-অমিতাভ থেকে শাহরুখ, যারা বউ থাকতেও পরকীয়ায় ঝুঁকেছিলেন

আরও পড়ুন-'এই দুনিয়া থেকে ভাইরাসকে তুলে নাও', করোনা মোকাবিলায় নেটদুনিয়ায় ভাইরাল মিম

বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ফলে লক ডাউন মেনে দুজনেই রয়েছেন কোয়ারেন্টাইনে। জীবন খনিকের জন্য থমকে গেলেও থেমে নেই প্রেম, অনুভূতি আবেগ। আর সেই আবেগেই এবার সৃজিতের গানে ভাসলেন মিথিলা। নিজেকে ভালোবাসো তুমি এবার, গানটি সৃজিত মুখোপাধ্যায়ের লেখা। গেয়েছিলেন সোমলতা। মাছ মিষ্টি মোর-এর গানটি এবার নিজেই গিটার বাজিয়ে গেয়ে ফেললেন মিথিলা। 

 

 

সোশ্যাল মিডিয়ায় সেই গানই টুইট করলেন সৃজিত মুখোপাধ্যায়। আটদিন আগেই কাকাবাবু ছবির শ্যুটিং শেষ করে আফ্রিকা থেকে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। নিয়ম মেনেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ভারতের বুকে চলছে ২১ দিনের লক ডাউন, পাশাপাশি বাংলাদেশে চলছে ১০ দিনের। এখনই মিলছে না দেখা, কিন্তু নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে এই দুই তারকার প্রেমকাহিনি। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার