রাহুল-রুকমার মাখো মাখো প্রেম ফিরছে ছোটপর্দায়? লালকুঠি-র প্রোমো বাড়াচ্ছে রহস্য

Published : Apr 05, 2022, 08:15 PM IST
রাহুল-রুকমার মাখো মাখো প্রেম ফিরছে ছোটপর্দায়? লালকুঠি-র প্রোমো বাড়াচ্ছে রহস্য

সংক্ষিপ্ত

ছোট পর্দায় ফিরতে চলেছে রাহুল-রুকমা জুটি। জি বাংলার নতুন ধারাবায়িক লালকুঠি-র প্রোমো ঘিরে জল্পনা তুঙ্গে।

রাহুল-রুকমার মাখো মাখো প্রেম - যা দেখা গিয়েছিল দেশের মাটি সিলিয়ালে। মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। একটা সময় টেলিদুনিয়ার দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন টলিউডের এই জুটি।  সেই জুটিকে আবারও দেখা যাবে ছোট পর্দায়। অপেক্ষার আর কয়েক দিনের। সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও তাঁরা আসছেন। তবে এবার প্রেমের সঙ্গে অবশ্যই নতুন থাকবে রহস্যের মশলা। 

দেশের মাটির রাজা মাম্পির কেমিস্ট্রি এখনও দর্শকের মনে জ্বলজ্বল করছে। ধারাবাহিক শেষ হওয়ার পরও এই জুটি নিয়ে চর্চার শেষ ছিল না। পর্দায় এমন হিট জুটি ফিরে পেতে চেয়েছেন অগণিত দর্শক। তবে এবার সেই সব অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে আসতে চলেছে সুখবর। জি বাংলা  নতুন ধারাবাহিক লালকুঠির প্রমো, যেখানে রুকমাকে  দেখা গেছে প্রধান চরিত্রে। স্বভাবতই প্রিয় অভিনেত্রীকে এবারও পর্দায় দেখে দারুন খুশি দর্শকেরা । কিন্তু এর পরই সকলের মনে জাগে একটাই প্রশ্ন। এই ধারাবাহিকে রুকমার বিপরীতে দেখা যাবে কোন নায়ককে? অবশেষে সামনে এলো সেই খবর । সূত্রের খবর, এই ধারাবাহিকে ফিরতে চলেছে দর্শকদের প্রিয় রাহুল-রুকমা জুটি । এই খবরে যে দর্শকদের আনন্দের শেষ নেই তা আর বলার অপেক্ষা রাখে না । যদিও রাহুল রুকমা কিংবা জি বাংলা কর্তপক্ষ কেউই এই খবরএ এখনও পর্যন্ত শিলমহর দেন নি। এই খবরে সিল মোহর পরার জন্য আর কিছুদিনের অপেক্ষা মাত্র।

জি বাংলা চ্যালেনের পক্ষ থেকে একটি লালকুঠি-র একটি প্রোমো রিলিজ করা হয়েছে। সেখানে অবশ্য শুধুমাত্র দেখা গেছে অভিনেত্রী রুকমাকে। তাতে প্রেমের থেকেও রহস্য রোমাঞ্চই বেশি ধরা পড়েছে। এমনিতে লালকুঠি - এই নামটার সঙ্গে সর্বদাই একটা রহস্য জুড়ে থাকে। সেই নস্টালজিয়া কাজে লাগিয়েই বাজিমাত করতে চাইছে জি বাংলা। অনেক বছর আগে লালকুঠি নামের একটি বাংলা সিনেমা হয়েছিল। যেখানে ড্যানির অভিনয় এখনও মনে রেখেছেন অনেকে। ছবিটিতে ছিলেন তনুজা, উৎপল দত্ত ও রঞ্জিত মল্লিক।  

পাকিস্তানে রাজনৈতিক সংকট অব্যাহত, সুপ্রিম কোর্টে ব্যাকফুটে ইমরান খান

কান দিয়ে যায় চেনা, নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে নজর দিন তার কানে

পেটে খিদে নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের, সংখ্যাগরিষ্ঠতা হারাল শ্রীলঙ্কার সরকার

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে