'ধর্মের অপমান!' মাথা ঢেকে ছবি, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার রাজ- শুভশ্রী-সহ ছোট্টো ইউভান

স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ছেলে ইউভানকে আজম শরিফের দরগায় গেছিলেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং সেখান থেকেই পোস্ট করা ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। ঠিক কেমন ছিল তাঁদের ছবি?
 

একুশের বিধানসভা নির্বাচনেই তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শাসক দলের শিবিরে যোগদানের পর থেকেই বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন তিনি সে তাঁর কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন বারবার বিভিন্ন ইস্যুতেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরিচালককে। তবে এবার ট্রোলের শিকার তিনি এক নন, সঙ্গে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং কোলের ছেলে ইউভান-সহ নেটিজেনদের প্রহসনের মুখে পড়েছেন চক্রবর্তী পরিবার।  

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।  যেখানে দেখা যাচ্ছে শুভশ্রীর পরনে রয়েছে সাদা চুড়িদার ও মাথায় গোলাপি ওড়না এবং রাজ চক্রবর্তীর পরনে রয়েছে সাদা জামা ও মাথায় সাদা ফেট্টি। অন্যদিকে রাজশ্রী পুত্র ইউভানের পরনে রয়েছে নীল রঙের জামা ও মাথায় ফেট্টি এবং চক্রবর্তী পরিবারের এই পোশাক পরিকল্পনা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। আজম শরিফের দরগায় (Ajam Sharif Dargah) গিয়ে কেন এই ধরণের আবেশ নিয়ে উপহাস করেছেন তাঁরা এই নিয়েই উঠেছে প্রশ্ন। 

Latest Videos

 

 

আরও পড়ুন- অস্কারের মঞ্চে সম্মান বাড়ল ভারতের, ডুন-এর জন্য অস্কার পেলেন নমিত মালহোত্রা

আরও পড়ুন- 'কিশমিশ'-এ নানা সাজে দেব-রুক্মিণী, একাধিক লুক তৈরির পিছনের গল্প জানালেন অভিনেতা

আরও পড়ুন- বক্স অফিসে হিট 'আরআরআর', জানুন সীতারাম রাজু ও কোমারাম ভীম সম্পর্কে

এক নেটিজেন কটাক্ষের সুরে লিখেছেন, 'তোমরা না কি চক্রবর্তী? তোমাদের নাটক আর কিছুতেই শেষ হয় না। আগে নিজের ধর্মকে সম্মান করতে শিখুন।' পাশাপাশি অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম 'শুভশ্রী গাঙ্গুলী রিয়েল', ছবি পোস্টের সময় তিনি ক্যাপশনে লেখেন 'ইবাদাত'। সম্পূর্ণ বাক্যটি পড়লে এক ঝলকে দেখলে মনে হবে যেন 'রিয়েল ইবাদাত', আর এই নিয়েই উঠেছে প্রশ্ন। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ' হিন্দু হয়ে সব ধর্মকে সম্মান করেই বলছি রিয়েল ইবাদাত? আমাদের ধর্ম (ঠাকুর/ ভগবান) এনারা কি নকল?'

প্রসঙ্গত, বন্ধু-বান্ধব-সহ রাজস্থানে ঘুরতে গেছেন রাজশ্রী জুটি এবং তাঁদের পুত্র ইউভান। এই ট্যুরে রাজ্- শুভশ্রীর সঙ্গে রয়েছেন তাঁদের বন্ধু নীল রায় (Neel Roy) এবং ফলক রশিদ রায় (Falaq Rashid Roy)। ভ্রমণের দ্বিতীয় দিনেই ভারতের অন্যতম জনপ্রিয় আজমের শরিফ দরগায় গেছিলেন তাঁরা। আর সেখানকার নিয়ম অনুযায়ী দরগার অন্দরে প্রবেশ করতে গেলে মাথা ঢেকে ঢুকতে হয় এবং সেইমতোই সকলে মাথা ভালো করে ঢেকে ভিতরে প্রবেশ করেছিলেন। আর তার ফলেই তৈরি হয়েছে বিতর্ক। শুরু হয়েছে নেট দুনিয়ার কাদা ছোঁড়াছুড়ি। কেউ কেউ বলেছেন না কি ধর্ম পরিবর্তন করেছেন তাঁরা, কেউ আবার রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেছেন ' রাজ না কি প্রকৃত তৃণমূল নেতা।' যদিও এখনও এই বিষয়ে কোনও জবাব দেন নি রাজ বা শুভশ্রী কেউই।  

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM