'এত দিন কোথায় ছিলেন', মায়ের ট্রোল নিয়ে মুখ খুলতেই তোপের শিকার রাণুর মেয়ে

  • সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ট্রোলের শিকার রাণু
  • মায়ের হয়ে প্রকাশ্যে মুখ খুললেন মেয়ে
  • মায়ের মাথা গরম, তাই ভুল বকে, কিন্তু ট্রোল করা উচিত নয়
  • মন্তব্য ঘিরে তোপ সাথীকে, এতদিন তিনি কোথায় ছিলেন

রাণু মণ্ডলের গান রাতারাতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই একের পর এক কাজের প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। তবে সব থেকে বেশি তাঁকে যিনি তুলে ধরেছেন, তিনি হলেন বলিউডখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া। রাণুকে দিয়ে গায়ানো প্রথম গানেই বাজিমাত করেছিলেন তিনি। এররপর প্রকাশ্যে আসতে থাকে একের পর এক গান। 

মুহুর্তে প্রতিটি গানই যেন ছড়িয়ে পড়তে থাকে মানুষের মুখে মুখে। প্রশংসিতও হন রাণু। লতা কণ্ঠী এই শিল্পী এত দিন কোথায় ছিলেন, সকলেই প্রশ্ন তোলেন। কিন্তু এখানেই শেষ নয়। রাণুর জনপ্রিয়তা যতই বাড়তে থাকে, ততই সমস্যা ও সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কখনও প্রশ্নের মুখে আসে তাঁর ভঅযবহার, কখনও আবার প্রশ্নের মুখে পড়ে তাঁর কথাবার্তা। যা ঘিরে বহুবার সৃষ্টি হয়েছে বিতর্ক। হতে হয়েছে ট্রোল।

Latest Videos

একজন শিল্পীকে নিয়ে এমন ধরনের আলোচনা কেন হবে, সম্প্রতিই এই প্রশ্ন তুললেন রাণুর মেয়ে সাথী। তিনি জানান, তাঁর মা একজন পিছিয় পড়া পরিবারের মহিলা। সেখান থেকে উঠে এসে যা করেছেন সেটা অনেক। মানুষ একদিন তাঁর গানের জন্য মনে রাখবেন। পরবর্তীতে তাঁকে নিয়ে এত ধরনের ট্রোল করা হয়েছে, তা কী আদৌ উচিত। এমনই প্রশ্ন সকলের সামনে তুলে ধরেন রাণুর মেয়ে। কিন্তু পাল্টা প্রশ্নও আসে সাথীর দিকে, দীর্ঘদিন তিনি মাকে দেখতেন না, ভিক্ষে করে খেতে হয়, তখন তিনি কোথায় ছিলেন।

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla