লাভ আজ কাল ২ -এ সারা! মেয়ের ছবি সম্পর্কে কী বললেন সইফ

Published : Aug 01, 2019, 09:52 AM IST
লাভ আজ কাল ২ -এ সারা! মেয়ের ছবি সম্পর্কে কী বললেন সইফ

সংক্ষিপ্ত

পূর্ণ হল 'লাভ আজ কাল'-এর ১০ বছর ছবিতে সইফ আলি খানের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকন  তৈরি হবে ছবির সিক্যুয়েল শুরু হয়েছে ছবির কাজ

২০০৯ সালে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত 'লাভ আজ কাল'। বেশ ভালোই ব্যবসা করেছিল ছবিটি। সেই মতো শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। সারা আলি খান ও কার্তিক আরিয়ান রয়েছেন 'লাভ আজ কাল'-২ ছবিতে। 

বলিউডের তরফে সেই রকম জানানো হলেও সইফ আলি খানের বক্তব্য অন্য।  তাঁর কথায়, এটি সম্পূর্ণ একটি অন্য গল্প। দুটি ছবির মধ্যে কোনও-রকম মিল নেই। সারা এই সিনেমার একটি অংশ মাত্র। সইফ এর কথায়, সারা খুবই স্মার্ট মেয়ে। 'লাভ আজ কাল' ছবিটির ধারা বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব ইমতিয়াজ আলির।

সারা এবং কার্তিকের হিমাচল প্রদেশে শ্যুটিং এর ছবি  ইতিমধ্য়ে  ভাইরাল হয়েছে। সিনেমার বেশিরভাগ অংশই  শ্যুটিং হয়েছে দিল্লি ও হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে ছবির  শ্যুটিং শেষ হয়েছে। সারা এবং কার্তিকের এই সমস্ত ছবি  ভক্তদের কাছে উপরি পাওনা। 

প্রঙ্গগত, সইফ আলি খানের কাছে এই মুর্হূতে রয়েছে 'জওয়ানি জানেমন' , 'ভূত পুলিশ', 'তানাজি-দি আনসাং ওয়ারিওর', 'লাল কাপ্তান'ছবির কাজ। আর উপর দিকে সারার হাতে রয়েছে 'কুলি নং ১'।  বিপরীতে রয়েছেন বরুন ধাওয়ান। আর কার্ত্তিক এর হাতে 'পতি পত্নী অওর ও'। ছবিতে রয়েছে অনন্যা পাণ্ডে, ভূমি পেডনেকর।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার