৮০-তে হেলেন, মায়ের জন্মদিন কীভাবে পালন করলেন সলমন, দেখুন ছবি

Published : Nov 22, 2019, 02:03 PM IST
৮০-তে হেলেন, মায়ের জন্মদিন কীভাবে পালন করলেন সলমন, দেখুন ছবি

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ৮০-তে পা দিলেন হেলেন গালা পার্টির আয়োজন করলেন সলমন খান পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক বি-টাউনের তারকা কেক কেটে রাতভর সেলিব্রেশন

বৃহস্পতিবার আশিতে পা দিলেন হেলেন। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা বার্তা পেতে থাকলেন হেলেন। তবে মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের রসায়নই ভিন্ন। হতে পারেন তিনি সৎমা। কিন্তু সলমন খানকে তিনি নিজেই আগলে রেখেছেন। তাঁর প্রতি সলমনের শ্রদ্ধা-ভালোবাসা হাম দিল দে চুকে সনম-এর মতই। ফলে মায়ের জন্মদিন ভাইজান বিশেষ করেই সাজিয়ে তুললেন। 

বৃহস্পতিবার হেলেনের জন্মদিনে গালা পার্টির আয়োজন করছিলেন সলমন খান। সেখানেই উপস্থিত ছিলেন বি-টাউনের একাধিক তারকারা। পুরো পরিবারকে সঙ্গে নিয়েই এদিন মহাসমারহে পালন করা হয় হেলেনের জন্মদিন। উপস্থিত ছিলেন অর্পিতা খান শর্মা, সোহেল খান, আশা পারেখ, ওয়াহিদা রহমান মত তারকারা। 

বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় একটি বড় কেক নিয়ে আশা হয় পার্টিতে। যেখানে বড় করে লেখা থাকে আমেজিং এট ৮০। কালো কামিজেই এদিন পার্টির মধ্যমণি হয়ে ধরা দিলেন হেলেন। পোজ দিয়ে সকলের সঙ্গে তুলেন একাধিক ছবি। পুরো পরিবারকে জন্মদিনে পাশে পেয়ে বেজায় খুশি ছিলেন তিনি। সলমনের সঙ্গেও বেশ কয়েকটি ছবি তুলেছেন। মুহুর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?