'নিজেকে কি ক্যাটরিনা ভাবছ', বসের ঘরে সদস্যর ওপর মেজাজ হারালেন সলমন

Published : Jan 14, 2020, 05:55 PM ISTUpdated : Jan 14, 2020, 05:57 PM IST
'নিজেকে কি ক্যাটরিনা ভাবছ', বসের ঘরে সদস্যর ওপর মেজাজ হারালেন সলমন

সংক্ষিপ্ত

বসের ঘরের সদস্যের ওপর মেজাজ হারালেন সলমন  প্রকাশ্যেই ভৎসনার শিকার শেহনাজ কান্না থামাতে চিৎকার করলেন ভাইজান লাভ হল না তাতেও

বেশ কয়েকদিন ধরে বিগ বস-এর ঘরের সদস্যদের নিয়ে বিরক্ত সলমন খান। বিগ বস সঞ্চালনার কাজ ছাড়ার পেছনেও এটি অন্যতম কারণ হিসেবে দেখাচ্ছেন অনেকেই। কিন্তু এখনও পর্যন্ত সেই শো-তে রয়েছেন সলমন খান। যদিও ধরে রাখতে পারছেন না মেজাজ।  কিছুতেই বাগে আনা যাচ্ছে না পাঞ্চাবী অভিনেত্রী শেহনাজ গিলকে। 

আরও পড়ুনঃ ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

ঘরের মধ্যেই বিভিন্ন সময় অশান্তি, কান্নাকাটি, চিৎকারের ঠেলাতে অতিষ্ট সকলেই। একাধিকবার সকলেই অভিযোগ জানিয়েছেন তাঁর বিরুদ্ধে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বিন্দুমাত্র কমেনি দেওয়ালে মাথা ঠোকা কিংবা অশান্তি করা। বহুবার সলমন খান এই বিষয় কথা বলার চেষ্টাও করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ না হলে, এবার কঠোর ভাষায় কথা শোনালেন সলমন খান। 

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল অস্কারের তালিকা, ১১ টি বিভাগের শীর্ষে 'জোকার'

প্রকাশ্যেই শেহনাজকে জানালেন সলমন, দু-চারজন কি চিনে গিয়েছে তোমাকে অমনি নিজেকে ক্যাটরিনা কাইফ ভাবতে শুরু করেছ! কথা শোনা  মাত্রই আবারও কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। বারবার অভিনেত্রীকে সাবধান করার পরও যখন অভিনেত্রী যেদ ধরে বসেন যে তিনি ছাড়তে চান বসের ঘর, তখনই পাল্টা আক্রমণ করেন সলমন খান। যদিও সে প্রচেষ্টাও ব্যার্থ হয়ে যায় ভাইজানের। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার