কীভাবে ফ্লোরেই তৈরি হচ্ছে প্রাসাদ, দেখুন সাগরদ্বীপের যকের ধন-এর সেট তৈরির ভিডিও

Published : Nov 12, 2019, 01:13 PM IST
কীভাবে ফ্লোরেই তৈরি হচ্ছে প্রাসাদ, দেখুন সাগরদ্বীপের যকের ধন-এর সেট তৈরির ভিডিও

সংক্ষিপ্ত

সাগরদ্বীপে যকের ধন ছবির কাজ প্রায় শেষ  কীভাবে তৈরি হয়েছিল ছবির সেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও ২৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি

সায়ান্তন ঘোষাল পরিচালিত ছবি সাগরদ্বীপের যকের ধন নিয়ে দর্শকদের উত্তেজনা প্রথম থেকেই তুঙ্গে। একে তো রহস্যে ভরপুর তারপর কোয়েল-পরমব্রত জুটি। দুয়ে মিলে শীতের ছুটিতে দর্শকদের নজর কাড়তে পর্দায় আসতে চলেছে সাগরদ্বীপের যকের ধন। যকের ধন ছবি তৈরিতে যতটা না পরিশ্রম ও নিপুনতা দেখিয়েছিলেন পরিচালক, এবার তার দ্বিগুণ নজর দিলেন ছবি তৈরিতে। 

এই ধরনের রহস্যের ছবি দানা বাঁধার মূলে থাকে তাঁর গ্রাফিক্সের কাজ ও সেট। সেট যদি না হয় মনের মতন তবে দর্শকদের মনোসংযোগ ওখানেই ইতি। প্রাসাদকে হতে হবে প্রাসাদের মত, নদী, সমুদ্র, পাহাড় থেকে শুরু করে জলের তলার সিক্যুয়েন্স, সবই হতে হবে নিখুঁত। এটি ছবির এক গুরুত্বপূর্ণ দিক। এবার সেই দিকেই বিশেষ নজর দিলেন সায়ন্তন ঘোষাল।

কেমনভাবে তৈরি হল ছবির সেট, দর্শকদের উত্তেজনা বৃদ্ধি করতে এবার তা নিয়ে হাজির হলেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও। সেখানেই দেখা গেল কতটা পরিশ্রমের সঙ্গে তৈরি করা হচ্ছে ছবির সেট। কীভাবে একটা স্টুডিও মুহুর্তে তৈরি হয়েগেল পুরোনো দিনের প্রাসাদ। ভিডিও দেখা মাত্রই দর্শকদের উত্তেজনা পারদ চরল আরও। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?