সম্প্রতি তিন দিনের ভারত সফরে এসেছেন আমাজনের সিইও জেফ বেজোস। তাঁর সঙ্গেই খোলামেলা আড্ডাতে মাতলেন শাহরুখ খান। অনলাইন শপিং না দোকান হোপিং এই নিয়ে বিকর্ত একাধিক স্তরে দেখা গেলেও বর্তমানে বাজারে দাপিয়ে বেড়াচ্ছে অনলাইন শপিং। সকল ক্রেতাই নিজের সুযোগ-সুবিধা মত অডার করে দিচ্ছেন নিজের পছন্দসই জিনিস।
আরও পড়ুনঃ বিছানায় ঝড় তুললেন সারা-কার্তিক, ছবি ঘিরে হইচই নেটদুনিয়ায়
আরও পড়ুনঃ ফের নয়া চমক, ব্যাকফ্লিপ করে জলে ঝাঁপ টাইগারের
শাহরুখ খান এবার সেই অনলাইন শপিং নিয়েই খোলামেলা আলোচনাতে বসলেন আমাজনের সিইও-র সামনে। শাহরুখ খান যে অনলাইনে শপিং করেন তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তিনি নিজেই বিগ বাস্কেট-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর। ফলে বাড়িতে যে তিনি কেনা কাটা করে থাকেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার নিজে মুখেই তিনি তা স্বীকার করলেন।
আমাজনের সিইও-র সামনে শাহরুখ খান জানালেন মাঝে মধ্যেই অনলাইনে শপিং করে থাকেন শাহরুখ খান। এমন কি বাড়ির গ্রসারিও তিনি অনলাইনে কিনে থাকেন। তবে বলিউড বাদশা-র একটা বিষয় খানিকটা সংকোচ তৈরি হয়। তিনি এদিন মজার ছলেই স্বীকার করলেন যে, অনলাইনে অন্তর্বাস কিনতে স্বাচ্ছন্দ বোধ করেন না। যদিও বিষয়টা খুবই ছেলে মানুষি। পাশাপাশি জেফ বেজোসও শেয়ার করেন তাঁর ভারতের প্রতি অনুভূতি কতটা গভীর।