এক ফ্রেমে এবার শাহরুখ খান অজয় দেবগন ও অক্ষয় কুমার, জানেন কী কোথায় দেখা যাবে এই তিন মূর্তিকে?

এ যেন পুরো বলিউড নস্ট্যালজিয়া।  এক ফ্রেমে দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় অভিনেতাকে। শাহরুখ খান, অজয় দেবগন ও অক্ষয় কুমার একসঙ্গে ধরা দেবেন এই তিন অভিনেতা। জানুন কোথায় দেখা যাবে এই ত্রিমূর্তিকে। 
 

বর্তমানে একাধিক বিজ্ঞাপনে কাজ করছেন বলিউড বাদশা। সম্প্রতি আগের বছরই বিমলের বিজ্ঞাপনে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ খান ও অজয় দেবগন। যদিও শুরুতে অজয় দেবগন একাই ছিলেন এই বিজ্ঞাপনে, পরবর্তীতে অজয় দেবগনকে এসে যোগ দেন কিং খান। তবে এবার নতুন বছরে একেবারে নতুন চমক নিয়ে আসছে বিমলের বিজ্ঞাপন। জানা গেছে এই বিজ্ঞাপনে এবার অজয় দেবগন এবং শাহরুখ খানের সঙ্গে যোগ দিচ্ছেন তৃতীয় এক অভিনেতা। জানেন কি কে সেই অভিনেতা?

কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করা বিমল ব্র্যান্ডের তরফে এবং ভক্তদের বলা হয় যে ভিডিওতে উপস্থিত তৃতীয় সেলিব্রিটিকে অনুমান করার জন্য যা দেখে বেশিরভাগ নেটিজেনরই ধারণা হয়েছিল যে এই তৃতীয় অভিনেতা হলেন অক্ষয় কুমার।  তবে এবার প্রকাশ্যে এল আর ও এক ভিডিও, যেখানে দেখা গেছে এই তৃতীয় অভিনেতাকে এবং ভক্তদের অনুমান অনুযায়ী এই তৃতীয় ব্যাক্তি সোল অক্ষয় কুমারই। বিমল বিজ্ঞাপনে এবার শাহরুখ- অজয়কে এসে যোগ দিলেন তিনি। ভিডিওতে তিন জনকেই কালো পোশাকে দেখা গেছে। 

Latest Videos

 

ভিডিও তে দেখা গেছে, অজয় দেবগন একটি গাড়ি চালাচ্ছেন এবং তাঁর পাশে বসে রয়েছেন শাহরুখ খান এবং অজয়কে তিনি বলছেন যে, 'দেখা যাক আবার কোন নতুন খিলাড়ি এসেছে?' এরপর অজয় বলেন, 'বুঝিয়ে আসতে হবে ওনাকে একটু।' জবাবে শাহরুখ খান বলেন, 'ধীরে ধীরে ভালোবাসা দিয়ে বোঝাব।' এরপর অজয় বলেন 'ও ভি আপনি জুবান মে।' পরে তারা গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং অক্ষয়কে বিমলের প্যাকেট হাতে নিয়ে এগিয়ে আসতে দেখে শাহরুখ বলেন, 'ইয়ে তো আপনি জুবান হ্যায়।' যার জবাবে অক্ষয় জানান, 'জুবান এক হ্যায় তো দিল ভি এক হোনা চাইয়ে।' অর্থাৎ 'আমাদের হৃদয় ও এক হওয়া উচিত।'

আরও পড়ুন- বিরাট আড়ম্বর না থাকলে ও ভাস্তুতেই হবে রণবীর আলিয়া জুটির রিসেপশন, জানেন কি অতিথি কারা?

আরও পড়ুন- ১৩ দিনের ছেলেকে রেখে সেটে ভারতী, বললে কাজে আসতে প্রচুর কেঁদেছেন তিনি

আরও পড়ুন- আসতে চলেছে দ্য দিল্লি ফাইলস, সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর

ভিডিও পোস্টের সময় বিমল ব্র্যান্ডের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, 'বিমল ব্র্যান্ডের প্রেমীদের অক্ষয় কুমারের বিমল সেলাম। সিংহাম (অজয় দেবগন) এবং কিং খান কে বাদ আপনেপান কি জুবান বোলনে আ গয়া হ্যায় সবসে বড় খিলাড়ি। আব সব কে লাবন পে হোগি এক হি বাত – বোলো জুবান কেশরী!' তবে বিজ্ঞাপনটি পোস্ট করার পরেই মজার ছলে একাধিক কমেন্ট করেছেন নেটিজেনরা।  এক নেটিজেন লিখেছেন, 'কোনও প্রযোজক- পরিচালক এই তিন বিরাট অভিনেতাকে একসঙ্গে কাস্ট করতে পারেন নি কিন্তু বিমল করে দেখিয়েছে। আর এক নেটিজেন লিখেছেন, '৩ জন লেজেন্ড অভিনেতা এক ফ্রেমে, একমাত্র বিমল এটা করে দেখতে পারে।' তবে যাই হোক এই ৩ অভিনেতাকে এক ফ্রেমে দেখে বেশ খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরা।    
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন