বলিউডে আবারও নতুন জুটি। এবার রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শালিনী পাণ্ডেকে। কয়েকদিন আগেই ছবির ছবর প্রকাশ্যে নিয়ে এসেছেন রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মাসনে এসেছে ছবির নাম, জয়েশভাই জোরদার। শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।
আরও পড়ুনঃ জেএনইউ কাণ্ডে দোষীদের শাস্তির আবেদন, আসল সত্য খোঁজার দাবি জানালেন কঙ্গনা
২০১৯-এর শেষের দিকেই মুক্তি পেয়েছে ছবির প্রথম লুক। সেখান থেকেই দেখা গিয়েছিল এক ভিন্ন লুকে রণবীর সিংকে। ছবির প্রথম পোস্টার দেখা মাত্রই মনে হয়েছিল ছবিটি খানিকটা হাসির মোড়কে উপস্থাপনা করা হয়ে, তবে চিত্রনাট্যে থাকতে পাড়ে নয়া আবেদন। কারণ এই ছবিতে রণবীর সিংকে দেখা যায় একা হাতে গ্রামের মহিলাদের আগলাতে।
এই ছবিতেই রণবীর সিং-এর বিপরতে অভিনয় করতে দেখা যাবে শালিনী পাণ্ডেকে। শ্যুটিং ফ্লোরে রণবীরের সঙ্গে অভিজ্ঞতা কেমন, এই প্রসঙ্গে এবার মুখ খুললেন শালিনী। জানালেন, এটা যেন স্বপ্ন সত্যি হওয়া। এর থেকে ভালো সুযোগ বলিউডে পা রাখার জন্য আমি ভাবতেই পারি না। আমি ভাগ্যবান যে আমি রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করতে পারছি, ছবি প্রযোজনার সংস্থার সকলে আমি খুশি করতে পেরেছি। আমি আমার ২০০ শতাংশ দেব দর্শকদের জন্য।