জেএনইউ কাণ্ডে দোষীদের শাস্তির আবেদন, আসল সত্য খোঁজার দাবি জানালেন কঙ্গনা

Published : Jan 10, 2020, 11:55 PM ISTUpdated : Jan 11, 2020, 12:05 AM IST
জেএনইউ কাণ্ডে দোষীদের শাস্তির আবেদন, আসল সত্য খোঁজার দাবি জানালেন কঙ্গনা

সংক্ষিপ্ত

জেএনইউ কাণ্ডে মুখ খুললেন কঙ্গনা প্রকাশ্যেই দোষীদের শাস্তির আবেদন এই ঘটনা নিয়ে রাজনীতি নয় দোষীদের চিহ্নিত করার আবেদন জানালেন অভিনেত্রীর

রবিবার রাতে ঘটা জেএনইউ-তে নিশংসতা  নিয়ে নেট দুনিয়ায় সরব হয়েছেন সকলেই। কেউ তৎক্ষণাৎ, কেউ আবার কয়েকটা দিন পর। কিন্তু একের পর এক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ জেএনইউ কাণ্ডে নিজেদের মতামত প্রকাশ করেছেন। দেশের উত্তাল পরিস্থিতির কথা উঠে এসেছে কারুর টুইটে, কারুর টুইটে আবার প্রাধান্য পেয়েছে ছাত্রছাত্রীদের সুরক্ষা।

আরও পড়ুনঃ ব্যাগ হারিয়ে ক্ষুব্ধ সোনম, ক্রোধের মুখে ব্রিটিশ বিমান পরিষেবা

হোস্টেলের ভাড়া বৃদ্ধি নিয়ে চলা আন্দোলনের পরিনতি যে এই হতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। ঐশী-র পরিস্থিতি দেখে হতবাক সকলেই। রাজনৈতিক রঙ চরিয়ে তা নিয়ে বিভিন্ন পক্ষের বাদানুবাদের মধ্যেই ঠিকভূল বিচার করে পক্ষ নিয়েছেন বলিউড তারকারা। সম্প্রতি জেএনইউ-তে গিয়ে ঐশী-র সঙ্গে দেখা করে এসেছেন অনেকেই। সেই তালিকায় নাম লিখিয়ে তোপের মুখেও পড়তে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। 

 

 

এবার জেএনইউ কাণ্ডে সরব হলেন কঙ্গনা রানওয়াত। তিনি স্পষ্টই জানালেন, যত তারাতারি সম্ভব দোষীদের চিহ্নিত করা হক। এই ঘটনাকে জাতীয় স্তরে না নিয়ে গিয়ে আসল দোষীদের আটক করে শাস্তির দাবিও জানালেন অভিনেত্রী। একইভাবে একের পর এক অভিনেতা অভিনেত্রীরা জেএনইউ কাণ্ড নিয়ে মুখ খুলেছেন। যদিও মুখে কুলুপ এঁটেছেন তিন খান। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা