এবার কি শ্রদ্ধার বিয়ের সানাই বাজবে! বি-টাউনে জোর জল্পনা

  • বলিউডে যেন বিয়ের মরশুম চলছে
  • অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের পরে এবার কি তা হলে শ্রদ্ধা কপুরের পালা
  • বিটাউনে কান পাতলে এমনই শোনা যাচ্ছে
  • যদিও নিজের সম্পর্কের ব্যাপারে সব সময়েই চুপ থেকেছেন শ্রদ্ধা
     
swaralipi dasgupta | Published : Jul 11, 2019 8:04 AM IST

বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের পরে এবার কি তা হলে শ্রদ্ধা কপুরের পালা। বিটাউনে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। যদিও নিজের সম্পর্কের ব্যাপারে সব সময়েই চুপ থেকেছেন শ্রদ্ধা।

বলিউডে এক সময়ে কান পাতলেই শোনা যেত ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার আগে আশিকি ২ ছবির সময়ে আদিত্য কাপুরের সঙ্গেও গুঞ্জন ছড়ায় শ্রদ্ধার। কিন্তু তখনও সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেই ছিলেন শ্রদ্ধা। কিন্তু  এখন শোনা যাচ্ছে ঘনিষ্ঠ বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকী, কিছুদিনের মধ্যেই দুজনে গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছে। 

Latest Videos

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা ও রোহন। সম্প্রতি তাঁরা নাকি তুরষ্কে ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যাচ্ছে। প্রতিবেদন থেকেই জানা যাচ্ছে, সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে। আগামী বছরই দুজনে গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছে। এমনকী, এও শোনা যাচ্ছে যে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুরও বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন। 

বেশ কিছুদিন আগে শক্তি কাপুরকেও শ্রদ্ধার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সে সময়ে যদিও রোহনের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের ব্যাপারে খুব একটা কর্ণপাত করেননি। তিনি বলেছিলেন, বহু অভিনেকার সঙ্গেই শ্রদ্ধার নাম জড়িয়েছে। এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি। নাম জড়ালেও কিছু যায় আসে না। রোহনের বাবা রাকেশ আমার একজন ভালো বন্ধু। আমরা পারিবারিক বন্ধু। শ্রদ্ধা ওর জীবনে কী চলছে সবই আমাকে বলে। ও ওর বাবা মায়ের অনুমতি ছাড়া কোথাও বিয়ে করবেন না। 

প্রসঙ্গত শ্রদ্ধা এই মুহূর্তে সাহো ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে তাঁকে এই ছবিতে দেখা যাবে। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today