তৃতীয়াতেই বিসর্জনের সুর দেব-এর সোশ্যাল মিডিয়ার পাতায়, শেয়ার করলেন সাঁঝবাতি-র গান

Published : Oct 01, 2019, 05:55 PM IST
তৃতীয়াতেই বিসর্জনের সুর দেব-এর সোশ্যাল মিডিয়ার পাতায়, শেয়ার করলেন সাঁঝবাতি-র গান

সংক্ষিপ্ত

দেবের নতুন গানে মাতবে পুজো প্রকাশ্যে এল সাঁঝবাতি ছবির গান দেব-পাওলি জুটিতেই মুগ্ধ সকলে তৃতীয়াতেই বিসর্জনের গান শেয়ার করলেন দেব

রাত পোহালেই মুক্তি পাবে পাসওয়ার্ড ছবি। সেই ছবির প্রমোশনের মাঝেই মুক্তি পেল দেব অভিনীত পরবর্তী ছবির গান। মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ার পাতায় দেব একটি পোস্ট করে আগাম জানিয়েছিলেন এই খবর। 

আরও পড়ুনঃ অর্পিতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানাতে সম্পর্কের কথা বললেন অভিনেতা

চলতি বছর ডিসেম্বরেই মুক্তি পাবে সাঁঝবাতি ছবি। বর্তমানে পুরো দমে সেই ছবির কাজে ব্যস্ত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব, পাওলি। এই প্রথম একই সঙ্গে দেখতে পাওয়া যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও দেবকে। এই ধরনের চরিত্রও এর আগে করেননি দেব। কয়েকদিন আগে তা প্রকাশ্যেই জানিয়ে ছিলেন অভিনেতা। সাধারণ ঘরের ছেলে দেব, যেখানে পারিবারিক গল্পই ফুঁটে উঠতে দেখা যাবে।

 

 

সেই ছবিরই গান বিসর্জন। পুজোর আগে সেই গানে সকলকে মাতাতে তৃতীয়াতেই মুক্ত করলেন দেব। লিখলেন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই গানে ছবিতে দেব ও পাওলির লুক প্রকাশ্যে আসে। গানটি গেয়েছেন শান। গানের সুর ও কথা দিয়েছেন অনুপম রায়। প্রতিবছর পুজোর মরশুমে একটি করে বাংলা ছবির গান সকলকে মাতিয়ে তোলে। এবার এই গানে সকলের মন জয় করতে হাজির দেব। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা