সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে শৃঙ্গ জয়, অভিনেত্রী সমীরার পোস্ট ছড়াল নেট দুনিয়ায়

Published : Oct 01, 2019, 04:31 PM ISTUpdated : Oct 01, 2019, 04:52 PM IST
সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে শৃঙ্গ জয়, অভিনেত্রী সমীরার পোস্ট ছড়াল নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

শৃঙ্গ জয় করে সকলের নজর কাড়লেন সমীরা ২ মাসের সন্তানকে নিয়ে পাড়ি দিলেন কর্ণাটক ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়  মুহুর্তে তা ভাইরাল হল নেট দুনিয়ায়

সদ্য মা হয়েছে সমীরা রেড্ডি। তাঁর সেই সদ্যজাত সন্তানকে নিয়েই এবার শৃঙ্গ জয় করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়া মাত্রই খবরের শিরোনামে উঠে এল নায়িকার নাম। জুলাই মাসেই এক সন্তানের জন্মদিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে নিয়ে এবার পাড়ি দিলেন শৃঙ্গের পথে। 

আরও পড়ুনঃ দাবাং ৩ প্রমোশনে থাকছেন না সলমন খান

সন্তানের বয়স মাত্র ২ মাস। তাঁকে কোলে নিয়ে কর্ণাটকে সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন তিনি। যেখানে দেখা গেল তাঁর কোলে সন্তান, এবং তিনি শৃঙ্গের বেশ কিছুটা পথ পেরিয়ে গিয়েছেন। মোট ৫০০টা সিঁড়ি উঠতে বাকি তখনও। 

 

 

ওপর থেকেই সকলকে দেখালেন কর্ণাটকের দৃশ্য। মুল্লায়ানাগিরি চড়ে সকলের নজর কাড়লেন অভিনেত্রী। সঙ্গে তিনি এও জানান, উঠার পথে তিনি কিছুটি সময় দাঁড়ালেন, কারণ তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। মো়ট ৬৩০০ ফুট উঁচুতে শিশুকে নিয়ে ওঠার পরই সকলের কাছে প্রশংসিত হন তিনি। 

শরীরকে ধরে রেখেই তিনি নজির গড়লেন চাইলেই সবই সম্ভব। রাস্তাতেই সন্তানকে তিনি স্তন্যপান করিয়েছেন। ফলে শিশুর কোনও অসুবিধে হয়নি। বর্তমানে বলিউডে তাঁর দেখা না মিললেও শৃঙ্গ জয় করে তিনি আবারও নজির গড়লেন। উঠে এলেন খবরের শিরোনামে। 
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে