আফ্রিকায় কেমন ছিল রাজ-শুভশ্রীর টেন্ট, ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

Published : Oct 22, 2019, 05:17 PM IST
আফ্রিকায় কেমন ছিল রাজ-শুভশ্রীর টেন্ট, ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

সম্প্রতি আফ্রিকা সফর থেকে ফিরলেন রাজ-শুভশ্রী জঙ্গলের মাঝে নিরিবিলিতেই সময় কাটত তাঁদের  শেয়ার করলেন টেন্টের ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

কয়েকদিন আগেই আফ্রিকা সফর থেকে ফিরেছেন রাজ-শুভশ্রী। সম্প্রতি মুক্তি পেয়েছিল এই জুটির ছবি পরিণীতা। সেই ছবি বক্স অফিসে ভালোই সাফল্য লাভ করে। এরপর হাতে রয়েছে আরও দুটি দুটি ছবি। ফলে কাজের ব্যস্ততা এখন তুঙ্গে। তারই মাঝে খানিক সময় করে নিয়ে দুজনে নিরিবিলিতে কাটিয়ে এলেন হলিডে।

 

 

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেছেন দুজনেই। ইতিমধ্যেই ভক্তদের কাছে স্পষ্ট ছুটির মরশুম ভালোই কেটেছে দুই তারকার। ট্রিপ থেকে ফিরে এসে আবারও কাজে মন দিয়েছেন দুজনে। কিন্তু লম্বা ছুটির পর সকলেরই কাজে মন বসানো দায়, একই পরিস্থিতি হল শুভশ্রীরও। তাই স্মৃতির পাতা উল্টে শেয়ার করে নিলেন একটি ভিডিও। 

 

 

সেই ভিডিওতেই দেখা গেল তাঁদের তাঁবুর ছবি। ওপরের আদল তাঁবুর মত হলেও ভেতরের ব্যবস্থা পাঁচতারা হোটেলেরও থেকেও বেশি। ঘন জঙ্গলের মধ্যেই ছিল দুজনের বাস। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, মিসিং আফ্রিকা। এই ট্রিপে যাওয়ার আগে চুটিয়ে পুজো উপভোগ করেছেন দুজনে। পোস্ট করেছেন সিঁদুর খেলার ভিডিও। সেই ছবিও মুহুর্তে ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?