গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সানি! ডেকে সাড়া না পাওয়ায় ঘাবড়ে গেলেন সকলে

swaralipi dasgupta |  
Published : Jun 28, 2019, 01:20 PM IST
গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সানি! ডেকে সাড়া না পাওয়ায় ঘাবড়ে গেলেন সকলে

সংক্ষিপ্ত

শ্যুটিং করতে বড় বিপদের মুখে পড়লেন সানি লিওন বন্দুকের গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সেটের অন্যান্য় কলাকুশলীরা  

শ্যুটিং করতে বড় বিপদের মুখে পড়লেন সানি লিওন। বন্দুকের গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সেটের অন্যান্য় কলাকুশলীরা। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে কোকোকোলা ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সানি।  সেই ছবিরই একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই দৃশ্য়ে সানি একজন গুলি করবেন ও তিনি গুলি খেয়ে পড়ে যাবেন। সেই মতোই সানি গুলি খেয়ে মাটিতে পড়ে যান। 

পড়ে যাওযার পরে অনেক ক্ষণ ধরে তিনি উঠছেন না দেখে সেটের কলাকুশলীদের সন্দেহ হয়। তাঁরা সানিকে ঝাঁকুনি দিয়ে ডাকতে থাকেন। কিন্তু কিছুতেই তিনি সাড়া দেন না। স্বাভাবিকভাবেই সবাই বেশ ভয় পেয়ে যান। এই পুরো ঘটনাটির দুটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সানি লিওন নিজেই। 

 

 

প্রথম ভিডিওয়ে দেখা যাচ্ছে, সানিকে কিছুতেই ডেকে তোলা যাচ্ছে না। আতঙ্কিত হয়ে পড়েছেন ছবির পরিচালক, ক্যামেরাম্যান ও অন্যান্য কলাকুশলীরা। পরের ভিডিওটি চালাতেই দেখা যায়, পুরো ঘটনাটিই মজার ছলে চলছিল। সানি এক্কেবারে সুস্থ রয়েছেন। কলাকুশলীদেরও যেন তখন ধড়ে প্রাণ এল। তাঁরা বললেন, আরে আপনি কী দারুণ অভিনয় করলেন। 

 

 

তবে সানিকে এভাবে অসার হয়ে পড়ে থাকতে দেখে তাঁর ভক্তরাও যে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তা বলাই বাহুল্য। 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন