একগুচ্ছ বাজি নিয়ে করিশ্মার অফিসে হাজির তৈমুর, দেখুন করিনার দীপাবলি সেলিব্রেশনের ভিডিও

Published : Oct 27, 2019, 01:23 PM IST
একগুচ্ছ বাজি নিয়ে করিশ্মার অফিসে হাজির তৈমুর, দেখুন করিনার দীপাবলি সেলিব্রেশনের ভিডিও

সংক্ষিপ্ত

হাত ভর্তি বাজি নিয়ে হাজির তৈমুর করিশ্মাকে দীপাবলির শুভেচ্ছা জানাতে হাজির করিনা মায়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন তৈমুর নিজের বাজি নিজেই আগলে সেলিব্রেশনে হাজির ছোট্ট নবাব

দীপাবলি উপলক্ষ্যে সকলেই মেতে উঠেছেন উৎসবের মেজাজে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না কেউই। বলিউড থেকে টলিউড, সারা দেশ জুড়ে দীপাবলিতে এখন আলোর রসনাই। ছোটদের হাতে বাজি, বড়দের হাতে দীপাবলির প্রদীপ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে। 

 

 

তবে এবার সইফ পুত্র তৈমুর বেশ বড়। নিজেই কুর্তা পায়জামা পরে হাজির হলেন করিশ্মা কাপুরের অফিসে। সঙ্গে ছিলেন করিনা কাপুর খান। তবে খালি হাতে নয়, দীপাবলিতে মাসির কাছে তৈমুর এসে হাজির হল দুহাত ভর্তি বাজি নিয়ে। মায়ের সঙ্গে পোজ দিয়ে এদিন ক্যামেরা বন্দিও হল ছোট্ট নবাব। 

 

 

হালকা রঙের পোশাকে এদিন করিনা কাপুরও সকলের নজর কাড়লেন। দীপাবলির সকালে তৈমুরকে নিয়ে দিদির কাছে এলেন শুভেচ্ছা জানাতে। তবে সব থেকে বেশি যা চোখে পড়ে তা হল ছোট্ট তৈমুরের বাজি আগলানো। হাতে ধরছে না, তবুও তা কাউকে ধরতে দিতে নারাজ সে। নিজেই নিজের বাজি নিয়ে চলল দীপাবলি সেলিব্রেশনে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?