জরুরী বৈঠকে মা-বাবার সঙ্গে হাজির তৈমুর
কাজের ফাঁকেই হাতে তুলে নিল নবাবপুত্র মকটেল
ছবিতে পোজ না দিয়ে মগ্ন তৈমুর লেমনাদেতে
মুহুর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
খুদে সেলিব্রিটি মানেই এখন তৈমুর। করিনা কাপুর ও সইফ আলি খানের ছেলে নিয়ে প্রথম থেকেই তোলপাড় নেট দুনিয়া। বলিউডের এই জুটিও সমান তালে তৈমুরকে নিয়ে হাজির হন বিভিন্ন জায়গায়। কখনও কাজের ফাঁকে কখনও আবার শুধুই পারিবারিক সময় কাটানো। সম্প্রতি তেমনই এক ছবিতে ধরা দিলেন করিনা-সইফ ও তৈমুর।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর কাড়ে, বড় হচ্ছে নবাব পুত্র। ব্যস্ততা ও কাজের ফাঁকেই খুদে হাতে তুলে নিলেন হাতে তুলে নিল মকটেল। সামনে ক্যামেরা। মা-বাবা-কাকা যখন সেখানে পোজ দিতে ব্যস্ত তখন তৈমুর মজল লেমনাদে-তে। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
সম্প্রতিই তৈমুরকে নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছিল বিটাউনে। নবাবপুত্র নাকি শীঘ্রই আসছে চলেছে ক্যামেরার সামনে। একটি বিজ্ঞাপনে নাকি দেখা যাবে তাঁকে। যদিও এই বিষয় প্রকাশ্যে কিছু জানাননি করিনা কাপুর। শিশু শিল্পী হিসেবে তৈমুরের ডেবিউ-এর অপেক্ষায় এখন ভক্তরা।