প্রেমের ইমারত ভাঙল মিমির, মুহুর্তে ভাইরাল মিউজিক ভিডিও

Published : Oct 17, 2019, 12:08 PM ISTUpdated : Oct 17, 2019, 12:09 PM IST
প্রেমের ইমারত ভাঙল মিমির, মুহুর্তে ভাইরাল মিউজিক ভিডিও

সংক্ষিপ্ত

ব্যর্থ প্রেমের গল্প নিয়ে হাজির মিমি মুহুর্তে ভাঙল তাঁর প্রেমের ইমারত নতুন গানের মিউজিক ভিডিও-তে ধরা দিল নয়া গল্প রাতারাতি ভাইরাল মিমির গলায় তৃতীয় গান

এক কথায় যাকে বলে চুটিয়ে প্রেম। হাতে হাত, চোখে চোখ রেখে একের পর এক স্মৃতির পাতা ভরে তোলা। কিন্তু এখানেই শেষ নয়। প্রতি পলকেই যেন গড়তে থাকে প্রেমের ইমারত। অবশেষে সেই প্রেমের পরিণতি হয় ভয়াবহ। মিথ্যে একদিন প্রকাশ্যে উঠে আসে। ভেঙে পড়েন মিমি চক্রবর্তী।

না, মিমি চক্রবর্তীর জীবনের এই অভিজ্ঞতা নয়, এটি হল তাঁর নতুন মিউজিক ভিডিও-র গল্প। যা মুহুর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতিই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর পরবর্তী গান। সেই মিউজিক ভিডিও-তেই ধরা পড়ল এক নিখাদ প্রেমের গল্প। যার শেষে বদলে যায় গল্প বলার ধরন। 

 

 

সম্প্রতি ভিকি কৌশলের মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাতারাতি। এবার সেই সেই একই পথে হাঁটলেন মিমি। গানের গলা তাঁর ইতিমধ্যেই প্রশংসিত। বাবা যাদবের কোরিওগ্রাফি এবং ডাব্বুর ফটোগ্রাফিতে আরও একবার ঝাঁ চকচকে স্ক্রিনে ধরা দিলেন মিমি চক্রবর্তী। যা নিঃসন্দেহে নজর কাড়ে সকলের। 

টলিউডে কবে তাঁর দেখা মিলবে তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। এরই মাঝে স্বপ্নপূরণের পথে পা বাড়িয়ে বেজায় খুশি অভিনেত্রী তথা সাংসদ। একের পর এক ছবির প্রস্তাবও এখন তাঁর হাতে। ফলে খুব শীঘ্রই তাঁর দেখা মিলবে বড় পর্দায় সে প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যায় না। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা