অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, শ্রীদেবী-মধুবালার টিকটক নেটদুনিয়ায় ভাইরাল

Published : Nov 23, 2019, 02:30 PM IST
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, শ্রীদেবী-মধুবালার টিকটক নেটদুনিয়ায় ভাইরাল

সংক্ষিপ্ত

শ্রীদেবী থেকে মধুবালা, মাতলেন টিকটকে মুহুর্তে ভিউ ছাড়ালো মিলিয়ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীদের ভিডিও মুহুর্তে মন ছুঁল সকলের

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে টিকটক ভিডিও। যা একাধিকবার তোপেরও শিকার হয়েছে নেটিজেনদের কাছে। সমস্যার মুখে পড়তে হয়েছে অনেককেই। কিন্তু কোথাও গিয়ে প্রথাটি অনঢ় বর্তমান ট্রেন্ড থেকে। সেই ট্রেন্ডেই এবার সামিল হলেন শ্রীদেবী, মধুবালা। বর্তমান তারকারা হলে তো ঠিকই ছিল, কিন্তু কীভাবে প্রকাশ্যে এল মধুবালা কিংবা শ্রীদেবীর টিকটক ভিডিও! এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। 

বিষয়টি খোলসা করে বলতে গেলে, স্টারেরা নন, বরং একই রকম দেখতে ফ্যানেরাই গরম করে রেখেছেন নেটের বাজার। সকলের হাতে হাতে ছড়াচ্ছে সেই ভিডিও। হুবহু যেন শ্রীদেবী। পরিচয় না দিলে বোঝা দায় মহিলার পরিচিতি। মুহুর্তে সেই ভিডিও ছাড়াচ্ছে মিলিয়ন। এই হামসাকালকে চালবাজ এবং হিম্মতওয়ালা ছবির দৃশ্যে অভিনয় করতে দেখা গেল। 

ঠিক একই রকমভাবে বহু বছর পর দেখা মিলল মধুবালার। প্রিয়ঙ্কা খান্ডওয়ালের চেহারাতেই ধরা দিলেন তিনি। মুহুর্তে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ১.৮ মিলিয়ন ভিউ ছাড়াল। এই ভিডিওতে তেরে ম্যায়ফিল মে গানের সঙ্গে লিপ দিতে দেখা গেল এই ইনস্টা স্টারকে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার