'মুখোশ'-এর আড়ালে পায়েলের এ কোন রূপ, ছবির ট্রেলারে রহস্য ঘণীভূত

  • প্রকাশ্যে এল মুখোশ ছবির ট্রেলার
  • মুখ্য ভুমিকায় রয়েছেন পায়েল সরকার
  • পুরো দমে চলছে ছবির কাজ
  • ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি

কখনও নম্র স্বভাব, কখনও আবার খুনসুটিতে মেতেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী পায়েল। তবে অভিনেতা-অভিনেত্রীর পরিচয়ই যেন প্রকাশ্যে আসে তাঁদের ছবির চরিত্রের মধ্যে দিয়ে। এবার তেমনই এক চরিত্রে কাজ করার সুযোগ পেলেন পায়েল সরকার। ছবির নাম মুখোশ। বৃহস্পতিবারই প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ছবির পরিচালনা করেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়।

ছবির ট্রেলার প্রকাশ্যে আসা মাত্রই দর্সকদের উত্তেজনার পারদ উঠল তুঙ্গে। ট্রেলার উঠে আসে এক রহস্য ঘণীভূত হওয়ার গল্প। সেখানেই দেখা যায় পায়েলকে, যিনি খুঁজে বেড়াচ্ছেন তাঁর হারিয়ে যাওয়া দিদিকে। তবে সেই অভিযোগ নিয়ে পুলিশের দরজায় আসলে মেলে উল্টো প্রতিক্রিয়া। কারণ তাঁর অভিযোগের তীর শিল্পপতী জামাইবাবুর দিকে। যদিও গল্প এগোনোর সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে অপর এক রহস্য, জামাইবাবুর সঙ্গেই সম্পর্কে জড়িয়ে রয়েছেন পায়েল। 

Latest Videos

 

 

গল্পের প্রতিটি ভাঁজে লুকিয়ে এমনই হাজারও রহস্যের ইঙ্গিত দিলেন পরিচালক। ছবিতে একগুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়াও ছবিতে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অমৃতা হালদার। বর্তমানে ছবির কাজ প্রায় শেষ। ডিসেম্বরেই প্রকাশ্যে আসবে এই ছবি। মুখোশ-এর আড়ালে থাকা পায়েলের অভিনয়ের আরেক দিক প্রকাশ পাবে এই ছবির মধ্যে দিয়ে। 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla