ইতিহাস বদলের গল্প 'পানিপথ', ট্রেলার দেখা মাত্রই কিং খানের উত্তেজনার পারদ তুঙ্গে

Published : Nov 06, 2019, 12:49 PM ISTUpdated : Nov 06, 2019, 12:53 PM IST
ইতিহাস বদলের গল্প 'পানিপথ', ট্রেলার দেখা মাত্রই কিং খানের উত্তেজনার পারদ তুঙ্গে

সংক্ষিপ্ত

তৃতীয় পানি পথের যুদ্ধ এবার বড় পর্দায় মুখ্যভূমিকায় অর্জুন কাপুর-সঞ্জয় দত্ত ট্রেলারে বাজিরাও কিংবা পদ্মাবত-এর ছোঁয়া ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবি

ইতিহাসের পাতা থেকে ছবির গল্প তুলে ধরার প্রথা কিংবা পন্থা নতুন নয়। কখন সত্য ঘটনা অবলম্বনে, কখনও আবার আদি-অনন্তর সত্য ঘেঁটে সামনে তুলে নিয়ে আসা ইতিহাসের জলছবি। মোঘল সাম্রাজ্য থেকে শুরু করে মারাঠা, তালিকা থেকে বাজ পড়েনি কিছুই। এবার সেই পথে হেঁটে সকলের সামনে জীবন্ত হয়ে উঠল অন্য এক মারাঠা চরিত্র। নাম সদাশিব রাও ভাউ।

চলতি বছরের প্রথমেই শুরু হয়েছিল ছবির কাজ। মূখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতি স্যানন, অর্জুন কাপুর ও সঞ্জয় দত্তকে। তৃতীয় পানিপথের যুদ্ধ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইতিহাসকে প্রভাবিত করেছে, তারই গল্প বলবে এই ছবি। ছবির নাম পানিপথ। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। সেখানে দেখা গিয়েছিল যোদ্ধারূপে সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুরকে। 

 

 

মঙ্গলবারই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানেই দেখা যায় রণক্ষেত্র সেজে উঠেছে সৈন্যবাহিনীতে। যুদ্ধের প্রস্তুতি, রাজকীয় উপস্থাপনা, কয়েকমুহুর্তের জন্য তা মনে করিয়ে দিতে পারে বাজিরাও কিংবা পদ্মাবত-এর সেটের কথা। ছবির পরিচালনায় রয়েছেন আশুতোষ গোয়ারিকর। ছবি মুক্তি পাবে ৬ ডিসেম্বর। ছবির ট্রেলার মুক্তির পরই তা দেখার ইচ্ছে প্রকাশ করেন বলিউড বাদশা। সঙ্গে আরও তারকারা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানায় এই ছবিকে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার