TRP তালিকা: মিঠাইকে জোড় টক্কর দিল সর্বজয়া

  • TRP তালিকায় টপ ৫-এ জি বাংলা।
  • সেরার সেরা আবারও মিঠাই।
  • প্রথম পাঁচে জায়গাই পেলো না স্টার জলসা।
  • সর্বজয়ার দাপট ধীরে ধীরে প্রভাব ফেলছে মিঠাইয়ের সংসারে। 
     

Riya Dey | Published : Sep 3, 2021 3:04 PM IST / Updated: Sep 03 2021, 09:00 PM IST

শুরু থেকেই দর্শক মহলে প্রিয় হয়ে উঠেছে মিঠাই যার প্রভাব দেখা গিয়েছে টিআরপিতেও। মনোহরার ভালোবাসায় ধীরে ধীরে পিছিয়ে পড়েছে গুনগুন শ্রীময়ীর সংসার।  চলতি সপ্তাহেও সেই টিআরপি চার্টে হল না বদল।  ১১.৪ রেটিং নিয়ে সেরার তালিকায় আবার ও জায়গা করে নিল মিঠাই। তবে শ্রেষ্ঠত্ব প্রমান করলেও নম্বর কমেছে মিঠাইয়ের বরং নম্বর কিছুটা বাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এলো দেবশ্রী রায় ও কুশল চক্রবর্তী অভিনীত সর্বজয়া। 

Latest Videos

আরও পড়ুন-'ক্লিভেজ কিং'-এর তকমা জুটল রণবীরের, দীপিকার বুকের খাঁজ ভুলে খিলজির শরীরে চোখ আটকে নেটিজেনদের

প্রথম পাঁচে জায়গা হল না স্টার জলসার। নম্বর কমিয়ে এবার ষষ্ঠ স্থানে গুনগুন-সৌজন্যর খড়কুটো। উল্টোদিকে নম্বর বাড়িয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে যমুনা ঢাকি ও কৃষ্ণকলি, দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮.০ ও ৭.৯। সেরা দশের তালিকাতেও বাজিমাত জি বাংলার।  সেরা ১০টি ধারাবাহিকের মধ্যে ৬টি জি বাংলার। ফলত ফারাক বেড়েছে জি বাংলা, স্টার জলসা চ্যানেলের নম্বরের মধ্যেও।  চলতি সপ্তাহে ভাল ফলের জন্য জি বাংলার প্রাপ্ত নম্বর ৬৮২ এবং স্টার জলসার ৬৩৩। 

আরও পড়ুন-কী এবার পুজোয় কোথায় যাবেন ভাবচ্ছেন, দেব নিয়ে হাজির বোম্বাগড়ের প্যাকেজ

অন্যদিকে বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান না পেলেও ত্বিতীয় স্থানের অধিকারী ছিল 'অপরাজিতা অপু।' চলতি সপ্তাহে সর্বজয়ার প্রাপ্ত নম্বর প্রায় ঘাঁড়ের উপর নিঃশ্বাস ফেলছে অপুর সংসারে ও। দর্শকদের ভালোবাসা পেতে শ্রীময়ী-রোহিতের বিয়ের টুইস্ট ও সঠিকভাবে কাজ করে নি।  ফলে ৬.৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে ইন্দ্রানী হালদার- টোটা রায় চৌধুরী অভিনীত শ্রীময়ী। 

আরও পড়ুন- কান্নাভেজা চোখে যেন সব হারানোর বেদনা, প্রেমিক সিদ্ধার্থের শেষযাত্রায় সঙ্গী হতে প্রকাশ্যে এলেন শেহনাজ

এক নজরে চলতি সপ্তাহের সেরা ১০-এর তালিকা -

মিঠাই- ১১.৪ 

অপরাজিতা অপু- ৮.৯ 

সর্বজয়া- ৮.৭ 

যমুনা ঢাকি- ৮.০ 

কৃষ্ণকলি-  ৭.৯ 

খড়কুটো- ৭.৭ 

রানি রাসমনি- ৭.১ 

ধুলোকণা- ৬.৯ 

শ্রীময়ী- ৬.৭ 

মহাপীঠ তারাপীঠ- ৬.৬ 


আরও দেখুন-বিশিষ্টজনদের উপস্থিতিতে টালিগঞ্জে পালিত হল উত্তম কুমারের জন্মবার্ষিকী

Share this article
click me!

Latest Videos

Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
‘ফিরহাদ হাকিমকে ছাড়বো না’ তীব্র হুঙ্কার শুভেন্দুর! দেখুন কী বললেন | Suvendu Adhikari BJP