শ্রীময়ী-রানি-ত্রিণয়নী-তেই মত্ত দর্শক, টিআরপি-র দৌড়ে পিছিয়ে কোন ধারাবাহিক

Published : Dec 06, 2019, 12:53 PM ISTUpdated : Dec 06, 2019, 12:54 PM IST
শ্রীময়ী-রানি-ত্রিণয়নী-তেই মত্ত দর্শক, টিআরপি-র দৌড়ে পিছিয়ে কোন ধারাবাহিক

সংক্ষিপ্ত

সাতদিনে সেরার তালিকায় কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল কোন পরিবার একই গল্পের ধাঁচের ফলে জনপ্রিয়তা হারাচ্ছে কে নয়া মোড় নিয়ে টিআরপি-র তালিকায় সেরা কে

বিগত এক মাস ধরেই শ্রীময়ী ও ত্রিনয়নী কড়া টক্করে সামিল হয়েছে। দুই বেসরকারী চ্যানেলের দুই সিরিয়ালেই বর্তমানে মজে রয়েছেন দর্শক। তবে বেশ কয়েদিন টিআরপি-র তালিকাতে নিচে থাকার পর আবারও সকলের নজর কাড়ল রানী রাসমণি। পর্দায় কখনও দর্শকদের মন কেড়েছে কৃষ্ণকলি কখনও আবার নজর কেড়েছে দাদাগিরি। 

কোথাও গিয়ে এবার দাদাগিরির ভুতের জাদু কাজ করল। ভুত পর্ব দেখানোর পর থেকেই শুরু হয়েছিল নয়া সমস্যা। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই এপিসোডের খবর। নেটিজেনদের তোপের শিকারও হতে হয় এই রিয়ালিটি শোকে। কিন্তু সেই ঝড় কাটিয়ে আবারও সেরার তালিকাতে উঠে এল দাদাগিরি। 

কৃষ্ণকলি-র সাংসারিক জীবনে ওঠা নামার গল্প থেকে কোথাও যেন সরে এসেছিলেন দর্শকেরা। তবে সেই গল্পেই এবার নয়া মোড় নিয়ে হাজির হল কৃষ্ণকলি। ফলে দর্শকদের নজরে আবারও এক ধাপ উঠল এই ধারাবাহিক। টিআরপি-র তালিকাতে তবে এবার যিনি সব থেকে বেশি সকলের নজর কাড়তেন তিনি হলেন রানি। বর্তমানে রানি রাসমণি আবারও টিআরপি-র তালিকায় সর্বোচ্চতে নাম লেখাল। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?