বিয়ের মণ্ডপে নুসরতের চোখে হারালেন নিখিল! অতিথিদের জন্য মেনুতে কী ছিল

swaralipi dasgupta |  
Published : Jun 20, 2019, 12:41 PM IST
বিয়ের মণ্ডপে নুসরতের চোখে হারালেন নিখিল! অতিথিদের জন্য মেনুতে কী ছিল

সংক্ষিপ্ত

বিয়ের আসরেরও একটি ছবি প্রকাশ্য়ে আসে  সেখানে দেখা যাচ্ছে নববধূ নুসরতের চোখে হারিয়ে যাচ্ছেন নিখিল জৈন বিয়ের অনুষ্ঠানটি হয় বোদরুমের সিক্স সেন্স কাপলানকায়া হোটেলে হোটেলে অতিথিদের জন্য স্পা, সুইমিং পুল, জিমের বিশেষ ব্যবস্থা ছিল

একদিকে তুরষ্কের বোদরুম শহরের সৌন্দর্য আর অন্যদিকে রূপকথার মতো রাজকীয় বিয়ে, এভাবেই চার হাত এক হল নুসরত নিখিলের। প্রকাশ্যে এল নুসরত জাহান ও নিখিল জৈনের আরও কিছু ছবি। 

ওয়েডিং সূত্রর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ঘন নীল আকাশের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে নবদম্পতি। নুসরত পরেছিলে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে একটি লাল লেহঙ্গা। সঙ্গে ছিল লাল ওড়না। নিখিলও  পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা একটি সাদা শেরওয়ানি স্যুট। 

 

 

বিয়ের আসরেরও একটি ছবি প্রকাশ্য়ে আসে। সেখানে দেখা যাচ্ছে নববধূ নুসরতের চোখে হারিয়ে যাচ্ছেন নিখিল জৈন। 

বিয়ের অনুষ্ঠানটি হয় বোদরুমের সিক্স সেন্স কাপলানকায়া হোটেলে। হোটেলে অতিথিদের জন্য স্পা, সুইমিং পুল, জিমের বিশেষ ব্যবস্থা ছিল। নুসরত নিখিলের বিয়ের মেনুতে ছিল তুর্কীর বেশ কিছু স্পেশাল ডিশ। ভারতীয় খাবারও ছিল নুসরতের বিয়ের মেনুতে। 

 

 

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনেরর বসিরহাট কেন্দ্রে থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পরেই নুসরত ঘোষণা করেন, তিনি শিল্পপতি নিখিল জৈনকে বিয়ে করতে চলেছেন। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?