কেবলমাত্র গোলাপ ফুল দিয়ে যৌনাঙ্গকে ঢেকে সম্পূর্ন নগ্ন হয়ে পোজ দিলেন বিজয় দেবরকোন্ডা

Published : Jul 03, 2022, 03:07 PM IST
কেবলমাত্র গোলাপ ফুল দিয়ে যৌনাঙ্গকে ঢেকে সম্পূর্ন নগ্ন হয়ে পোজ দিলেন বিজয় দেবরকোন্ডা

সংক্ষিপ্ত

বিজয় দেবরকোন্ডা পুরী জগন্নাথ পরিচালিত তার আসন্ন সিনেমা লাইগারের পোস্টারে তার যৌনাঙ্গকে গোলাপের তোড়া দিয়ে লুকিয়ে রেখে সম্পূর্ণ নগ্নরূপে পোজ দিয়েছেন।

বিজয় দেবরকোন্ডার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘুম উড়িয়ে দিয়েছে তার ফ্যানদের। ছবিটি তার আসন্ন ছবি লাইগারের পোস্টার। ছবিতে সম্পূর্ণ নগ্ন রুপে ধরা দিয়েছেন বিজয়। কেবলমাত্র একটি গোলাপের তোড়া দিয়ে যৌনাঙ্গ ঢেকে সম্পূর্ন নগ্ন অবস্থায় পোজ দিয়েছেন তিনি। ছবিতে বিজয়ের হাতে রয়েছে বক্সিং গ্লাভস। ছবির পাশে লেখা রয়েছে, শালা ক্রসব্রিড। ছবিতে একজন গ্রীক দেবতার মত লাগছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'সিনেমাটিতে আমি সবকিছু দিয়েছি। পারফরম্যান্সের বিচারে মানসিক ও শারীরিক দিক থেকে এটি আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের ছিল। আমি তোমাকে সবকিছু দিয়েছি। শিগগির আসছি।’ প্রসঙ্গত এই লাইগার ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করছেন বিজয়। লাইগারে বিজয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। এছাড়াও ছবিতে ক্যামিও করবেন জনপ্রিয় বক্সার মাইকেল টাইসন। স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবিটি হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায়ও সিনেমাটির শুটিং হচ্ছে। হিন্দি এবং তেলগুর পাশাপাশি তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় ছবিটির ডাবিং হবে।


করণ জোহর , পুরী জগন্নাথ পরিচালিত লাইগারের অন্যতম প্রযোজক তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে , লাইগারের নতুন পোস্টারটি শেয়ার করেছেন, যেখানে বিজয় দেবরকোন্ডাকে সম্পূর্ণ নগ্ন দেখানো হয়েছে এবং লিখেছেন, 'রোজ রোজ এমন উপহার মেলে না।' সিনেমার আরেক প্রযোজক চার্মে কৌরও লাইগারের পোস্টার শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন,'প্রেজেন্টিং- শুধু আমাদের ছেলে যে ভারতের মন ও হৃদয় দখল করবে। এই ২৫ আগস্ট- আপনি একটি নতুন অধ্যায়ের সাক্ষী হবেন!' ছবির নায়িকা অনন্যা পান্ডে পোস্টার শেয়ার করে লিখেছেন, 'বন্ধুরা, শ্বাস নিন... সারা ভারতে আজ তাপমাত্রা বাড়ছে '।

আরও পড়ুনঃ 

জনসমক্ষে হাসির পাত্রী সামান্থা! মাটি বাঁচাও মঞ্চে এমন কি পরিহাস করলেন সদগুরু?

প্রেমিকের জন্মদিনে প্যারিসে রোম্যান্টিক নৈশভোজে মালাইকা অর্জুন

​​​​​​​গাঁটছড়া বাঁধছেন নয়নতারা-ভিগনেশ, নেটে ভাইরাল আমন্ত্রণ ভিডিও।
বিজয় দেবরকোন্ডা ইতিমধ্যেই ভারতের একজন অত্যন্ত আকাঙ্খিত পুরুষ এবং অন্যতম বড় হার্টথ্রব। আগামী ২৫ অগাস্ট সারা বিশ্বে তার আসন্ন ছবি লাইগার মুক্তি পাবে। ছবির পোস্টারটি ইতিমধ্যেই রেকর্ড অর্জন করে ফেলেছে। এটি পোস্টারটি ভারতের প্রথম পোস্টার যেটি ইনস্টাগ্রামে সবচেয়ে দ্রুত এক মিলিয়ন মানুষের ভালোবাসা পেয়েছে। ট্যুইটারে বিজয়কে তার ভক্তরা ' সবথেকে হট ব্যক্তির ' আখ্যা দিয়েছে। প্রসঙ্গত ছবির পোস্টারটি আমির খানের পিকের পোস্টার স্মরণ করিয়ে দিয়েছে। সেই ছবির পোস্টারে ও সম্পূর্ণ নগ্ন ভাবে ধরা দিয়েছিলেন বলিউডের আমির খান। ট্রানজিস্টর দিয়ে যৌনাঙ্গ ঢেকে রেখেছিলেন আমির।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে