চোখের ইশারায় কাঁপছে নেটদুনিয়া, ছোট একরত্তির নাচের 'ঠুমকা'য় কুপোকাত নেটিজেনরা, ভিডিও ভাইরাল

Published : Sep 05, 2020, 03:19 PM IST
চোখের ইশারায় কাঁপছে নেটদুনিয়া, ছোট একরত্তির নাচের 'ঠুমকা'য় কুপোকাত নেটিজেনরা, ভিডিও ভাইরাল

সংক্ষিপ্ত

প্রজ্ঞা মেধার পর তামাম বিশ্ব কাঁপাতে হাজির হয়েছে আরও এক ছোট একরত্তি বর্তমানে নেটদুনিয়ার নয়া সেনসেশন সামাইরা থাপা। নেপালি কন্যার নাচের জাঁদুতেই বুদ নেটিজেনরা হূর্তের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে

নেট দুনিয়ার মন ছুঁয়েছিল ছোট্ট মেধার গান। লতা মঙ্গেশ্করের বিখ্যাত গান 'লগ যা গলে'- গেয়ে ছোট্ট মেধা জনপ্রিয় হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। এবারও প্রজ্ঞা মেধার পর তামাম বিশ্ব কাঁপাতে হাজির হয়েছে আরও এক ছোট একরত্তি। বয়স খুব বেশি ২-৩ হবে। তবে প্রতিভাতে যে কাউকেও হার মানাবে এই খুদে।

 

 

ডিজিটালের যুগে মুঠোফোনের হাত ধরেই সকলের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে  এই খুদে। বর্তমানে নেটদুনিয়ার নয়া সেনসেশন সামাইরা থাপা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ছোট্ট খুদে। কোটি কোটি মানুষের কাছে নিমেষে পৌঁছে গেছেন সামাইরা।

 

 

একের পর এক ভিডিও। কখনও নেপালি গান, তো কখনও হিন্দি। নাচের তালে তালে কোমর দুলে উঠছে ছোট্ট একরত্তির। চোখে-মুখে এক্সপ্রেশনেই যেন জাঁদু রয়েছে সামাইরা। গানের তালে তালে জমিয়ে নাচে মত্ত  ছোট্ট মেয়ে।

 

 

এককথায় বলতে গেলে অনবদ্য। এত ছোট বয়সে এই পারফরম্যান্স যেন ধরা-ছোয়ার বাইরে। মুহূর্তের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে। নেপালি কন্যার নাচের জাঁদুতেই বুদ নেটিজেনরা। একরত্তি খুদেকে নিয়ে এখন মজেছে নেটিজেনরা। কিলিং এক্সপ্রেশনেই বাজিমাত করছেন সামাইরা।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার