চোখের ইশারায় কাঁপছে নেটদুনিয়া, ছোট একরত্তির নাচের 'ঠুমকা'য় কুপোকাত নেটিজেনরা, ভিডিও ভাইরাল

  • প্রজ্ঞা মেধার পর তামাম বিশ্ব কাঁপাতে হাজির হয়েছে আরও এক ছোট একরত্তি
  • বর্তমানে নেটদুনিয়ার নয়া সেনসেশন সামাইরা থাপা।
  • নেপালি কন্যার নাচের জাঁদুতেই বুদ নেটিজেনরা
  • হূর্তের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে

নেট দুনিয়ার মন ছুঁয়েছিল ছোট্ট মেধার গান। লতা মঙ্গেশ্করের বিখ্যাত গান 'লগ যা গলে'- গেয়ে ছোট্ট মেধা জনপ্রিয় হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। এবারও প্রজ্ঞা মেধার পর তামাম বিশ্ব কাঁপাতে হাজির হয়েছে আরও এক ছোট একরত্তি। বয়স খুব বেশি ২-৩ হবে। তবে প্রতিভাতে যে কাউকেও হার মানাবে এই খুদে।

 

Latest Videos

 

ডিজিটালের যুগে মুঠোফোনের হাত ধরেই সকলের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে  এই খুদে। বর্তমানে নেটদুনিয়ার নয়া সেনসেশন সামাইরা থাপা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ছোট্ট খুদে। কোটি কোটি মানুষের কাছে নিমেষে পৌঁছে গেছেন সামাইরা।

 

 

একের পর এক ভিডিও। কখনও নেপালি গান, তো কখনও হিন্দি। নাচের তালে তালে কোমর দুলে উঠছে ছোট্ট একরত্তির। চোখে-মুখে এক্সপ্রেশনেই যেন জাঁদু রয়েছে সামাইরা। গানের তালে তালে জমিয়ে নাচে মত্ত  ছোট্ট মেয়ে।

 

 

এককথায় বলতে গেলে অনবদ্য। এত ছোট বয়সে এই পারফরম্যান্স যেন ধরা-ছোয়ার বাইরে। মুহূর্তের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে। নেপালি কন্যার নাচের জাঁদুতেই বুদ নেটিজেনরা। একরত্তি খুদেকে নিয়ে এখন মজেছে নেটিজেনরা। কিলিং এক্সপ্রেশনেই বাজিমাত করছেন সামাইরা।

 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু