এথনিক পোশাকের খোলস ছেড়ে অফ শোল্ডারে ইশা, নিমেষে হয়ে উঠলেন 'বং ক্রাশ'

Published : Sep 04, 2020, 03:15 PM ISTUpdated : Sep 04, 2020, 05:10 PM IST
এথনিক পোশাকের খোলস ছেড়ে অফ শোল্ডারে ইশা, নিমেষে হয়ে উঠলেন 'বং ক্রাশ'

সংক্ষিপ্ত

অফ শোল্ডারে 'প্রজাপতি বিস্কুট'র অভিনেত্রী ইশা শিমারি গাউনে মন মাতালেন ভক্তমহলের গ্ল্যামারের সাতকাহন নিয়ে নেটদুনিয়ায় টলি নায়িকা ছবি দেখে চোখ কপালে নেটিজেনের 

ইশা সাহা টলিউডের সেই অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন যিনি শাড়ি এবং এথনিক পোশাকে গ্ল্যামারের সাতকাহন লিখেছেন। তিনি এখন সেই শাড়ি ও এথনিকের খোলস ছেড়ে গ্ল্যাম ক্যুইন হয়ে উঠেছেন। সবুজ ও কালো রঙের শিমারি গাউনে ধরা দিলেন ইশা। সঙ্গে রয়েছে সোনালি রঙের ছোঁয়া। ইশাকে এমন অবতারে আগে কখনই দেখা যায়নি। অফ শোল্ডার ড্রেসে তাঁকে চেনার জো নেই। চুলের স্টাইলও গিয়েছে বদলে। 

আরও পড়ুনঃ২০২০'র 'মম-টু-বি', প্রেগনেন্সি ফোটোশ্যুটে ভরছে হলি-বলি-টলি

ইশার ফ্যাশন গেম অবশ্য বাকি অভিনেত্রীদের থেকে খানিক আলাদা। ভারতীয় পোশাক হোক বা পাশ্চাত্য পোশাক, তিনি সবেতেই এক ধরণের ফিউশন ব্যবহার করেন। তবে তাঁর ইউএসপি হল হালকা মেকআপ। ইশা নিজের উজ্জ্বল গায়ের রঙের সঙ্গেই ম্যাচ করে মেকআপ করে থাকেন। সালোয়ার কামিজ হোক বা শাড়ি, লং স্কার্ট হোক বা গাউন, সাজ পোশাকে রয়েছে অভিনবত্ব। যা আর পাঁচজন নায়িকার মধ্যে দেখা যায় না। 

আরও পড়ুনঃ'পাখি'র যাত্রা শেষ করে এখন থেকে তিনি টলি ডিভা, দেখুন মধুমিতার ভোলবদল

আরও পড়ুনঃ'ছেলে-মেয়ের সামনেই ড্রাগ নিয়েছিলেন করণ', শিশুদের বই নিয়ে নতুন ঘোষণা করতেই অপমানিত পরিচালক

সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছিলেন ইশা। যেখানে তাঁকে অফ শোল্ডার ফ্লোরাল ড্রেসে দারুণ ফ্রেশ দেখাচ্ছিল। ইশার স্মোকি মেকআপ ও ন্যুড লিপসেই চোখ কপালে উঠেছিল ভক্তমহলের। খোলা চুলে হালকা ওয়েভ। ইশা যে এমনি এমনি জেন ওয়াই এবং এক্সের বং ক্রাশ নন তা বোঝাই যাচ্ছে। তাঁর এমনই কিছু ঝলক দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে নেটিজেনরা। যে সকল নেটিজেনরা ফিল্মি জগতের প্রতি তেমন উৎসাহ রাখে না তারাও ইশার রূপের টানে এখন ফিল্মি বাফ হয়ে উঠেছে। 

আরও পড়ুনঃঋতাভরীর পাশে শুয়ে 'বিশেষ একজন', ছবিতে ভাইরাল টলিউড অভিনেত্রী

;

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?