চোখ ধাঁধানো শট মেরে সকলকে অবাক করল ষষ্ঠ শ্রেণীর মাকসুমা, ক্রিকেটপাগল এই খুদেতেই এখন মজে গোটা নেটদুনিয়া।

লাদাখের এক কিশোরীর স্কুল টুর্নামেন্টের ব্যাট করার ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।লাদাখের স্কুল শিক্ষা অধিদপ্তরের নিজস্ব    টুইটার একাউন্ট থেকেও পোস্ট হওয়া এই ভিডিওয় এখন বুঁদ নেটিজেনমহল ।

লাদাখের এক কিশোরীর স্কুল টুর্নামেন্টের ব্যাট করার ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।  শুক্রবার লাদাখের স্কুল শিক্ষা দপ্তর আয়োজন করেছিল এক আন্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতায়। সেখানেই নিজের স্কুলের হয়ে মাঠে খেলতে নেমেছিল মাকসুমা। একের পর এক বর্জ্রপাত শট  , সুযোগ বুঝে রান এবং মুহূর্তে ব্যাটের ধাক্কায় বল মাঠের বাইরে পাঠানো - সবমিলিয়ে পুরোদস্তুর সেদিন অবাক করা পারফরম্যান্স দিয়েছিলো  মাকসুমা । উত্তেজিত দর্শকরা তার খেলা উপভোগ করার সঙ্গে সঙ্গে সেই   মুহূর্তগুলো ধরে রাখতেই করেন ভিডিও।  পরে  টুইটারে ভিডিও ক্লিপটি শেয়ার হতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় সেই ভিডিওয়। আর  ষষ্ঠ শ্রেণীর মাকসুমাও   রাতারাতি চলে আসে লাইম লাইটে। 

লাদাখের স্কুল শিক্ষা অধিদপ্তরের নিজস্ব টুইটার একাউন্ট থেকেও পোস্ট হয় এই ভিডিওটি। টুইটের ক্যাপশনে লেখা ," বাড়িতে আমার বাবা এবং স্কুলে আমার শিক্ষকরা সবাই  আমাকে ক্রিকেট খেলতে উত্সাহিত করেন।  আমিও বিরাট কোহলির মতোই ক্রিকেট খেলতে চাই। আমি  মাকসুমা।  ষষ্ঠ শ্রেণীর ছাত্রী  #HSKaksar 

Latest Videos

 

 শুধুই এতেই থেমে  থাকেননি ক্রিকেট পাগল এই খুদে।  তিনি আরও বলেন যে তিনি "হেলিকপ্টার শট" শিখতে চান স্বয়ং এমএস ধোনির কাছ থেকে। 
"আমি ছোটবেলা থেকে খেলছি। আমি এখনও শিখছি কিভাবে খেলতে হয় বিশেষ করে 'হেলিকপ্টার শট'।' দ্বিতীয় রান নেওয়ার পরে, আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং অন্যের জন্য দৌড়ানোর মতো ক্ষমতা ছিল না আমার । আমার প্রিয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি এবং আমি তার মতোই  হতে চাই, " বললেন মাকসুমা। 

ইতিমধ্যে, টুইটারে, ভিডিওটি ২৫০০০এর বেশি ভিউ এবং ১২০০ টিরও বেশি লাইক অর্জন করেছে। মন্তব্য বিভাগেও উপচে পড়েছে   প্রশংসা।  ক্রিকেটের সঙ্গে তার এই সক্রিয় সংযুক্তিকরন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও। 

ওয়াও কি সুন্দর শট! খুব  ভালো হয়েছে এভাবেই এগিয়ে যাও ," লিখেছেন একজন ব্যবহারকারী৷ "সুপার!! মাকসুমার খেলা আর  কয়েক বছরের মধ্যেই  জাতীয় ও আন্তর্জাতিক স্তরে  দেখার জন্য  অপেক্ষায় রয়েছি আমরা ,”যোগ করেছেন আরেকজন। 

আরও পড়ুন কেন মুক্তি পাবে না 'টাইগার ৩'? কতৃপক্ষের সিদ্ধান্তে মন ভাঙল নেটিজেনদের

আরও পড়ুন 'কামসূত্র'নিয়ে সিক্রেট ফাঁস ঐশ্বর্যর, 'সহবাস' নিয়ে সপাট জবাবে চমকে দিলেন রাই সুন্দরী

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari