কৃষ্ণকলি থেকে শ্রীময়ি, দেখে নিন জনপ্রিয়তার শিখরে কোন সিরিয়াল

  • ছোটপর্দা কাঁপাচ্ছে শ্যামা
  • স্টারজলসার ধারাবাহিককে পেছনে ফেলল জি
  • টিআরপির দৌড়ে পিছিয়ে স্টার
  • চলতি সপ্তাহে সেরা কোন মেগা জেনে নিন
     

টিআরপি লিস্টে আবারও প্রথম স্থানে কৃষ্ণকলি ধারাবাহিক। একের পর এক চমকে দর্শকদের মন কাড়ল কৃষ্ণকলি। জিবাংলা-র ধারাবাহিকের টিআরপি ছাপাল স্টার জলসার দর্শকের সংখ্যাকে। গত সপ্তাহে কৃষ্ণকলির টিআরপি ছিল ১০.৩ আর এ সপ্তাহে তা বেড়ে হয়েছে ১০.৪। মাঝে মধ্যে মেজ বৌ-এর জালে ফাঁসলেও, সংসারের সকলকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল শ্যামার। তবে শ্যামার নামে গ্রেফতারি পরোয়ানার জারিতে অন্য মোড় এসেছে গল্পে। আর সেই সঙ্গে টিআরপি-র অঙ্কও বেশ উর্ধ্বমুখী কৃষ্ণকলির।  

অন্যদিকে অপেক্ষাকৃতভাবে আগের সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে করুনাময়ী রাণী রাসমনির টিআরপি, ৮.১ থেকে বেড়ে হয়েছে ৮.৭। জি বাংলায় শুরু হয়েছে দাদাগিরি, গত সপ্তাহে দাদাগিরির টিআরপি ১০.২ হলেও এই সপ্তাহে তা দাঁড়িয়েছে ৯.৯-এ। এছাড়া লোকনাথ, বকুলকথা, রানু পেল লটারি ও সৌদানিমীর সংসারের টিআরপি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে সবথেকে করুণ অবস্থা বর্তমানে জি-এর হৃদয়হরণ বিয়ে পাশ সিরিয়ালের।  

Latest Videos

এদিকে পিছিয়ে পড়েছে স্টারের সিরিয়ালগুলি। তুলনামূলকভাবে গত সপ্তাহের তুললায় বৃদ্ধি পেয়েছে শ্রীময়ী-র টিআরপি। ৫.৬ থেকে ৬.১ হয়েছে শ্রীময়ী-র টিআরপি। তবে তিন-এর গণ্ডি পার করতে পারেনি ইরাবতীর চুপকথা। শ্রীময়ী ও কে আপন কে পর ছাড়া স্টারের অন্য সিরিয়ালগুলি তিন এর গন্ডি পার করতে পারেনি। সবমিলিয়ে এবারেও টিআরপির দিক থেকে জয়জয়কার জি বাংলার।     

  

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata